Bata India Shares: বাটা ইন্ডিয়া লিমিটেড শেয়ারে ইতিমধ্যেই অনেকে অনেক টাকা করেছেন। এবার মোটা ডিভিডেন্ডের ঘোষণা করল সংস্থা।
1/4১০৯০% ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে বাটা ইন্ডিয়া লিমিটেড। এজিএমের প্রস্তাবিত সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছবি: রয়টার্স (Reuters)
2/4শেয়ার প্রতি ৫৪.৫ টাকা ডিভিডেন্ড: ভ্যালু রিসার্চের তথ্য অনুযায়ী, বাটা ইন্ডিয়া একটি ঋণমুক্ত কোম্পানি। গত এক মাসে শেয়ারবাজারে বাটার পারফরম্যান্স বেশ ভাল। আর সেই কারণেই সংস্থা নির্দিষ্ট শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিতে চাইছে। যোগ্য শেয়ারহোল্ডাররা শেয়ার প্রতি ৫৪.৫০ টাকা ডিভিডেন্ড পাবেন। ছবি: পিটিআই (Reuters)
3/4৫ বছর আগে বাটা ইন্ডিয়ার শেয়ারের দাম ছিল ৬৩১.৩৫ টাকা করে। ২০১৭ সাল থেকে এখনও পর্যন্ত ২১৫.৮৩% বেড়েছে বাটার শেয়ার। ছবি: গুগল ফিন্যান্স (Reuters)
4/4মাত্র ১ মাস আগে, ৪ জুলাই ২০২২-এ বাটা ইন্ডিয়ার শেয়ারের দাম ছিল ১,৭২৪ টাকা করে। এদিকে ২ অগস্ট বাটার শেয়ার ১,৯৯৪ টাকায় ক্লোজ হয়েছে। মাত্র ১ মাসেই ১৫.৬০% রিটার্ন দিয়েছে এই শেয়ার। ছবি: গুগল ফিন্যান্স (Reuters)