Adani Enterprise All Time High: আদানি পাওয়ার এবং ...
more
Adani Enterprise All Time High: আদানি পাওয়ার এবং আদানি ট্রান্সমিশনের ব্যবসা নিয়ে বেশ আশাবাদী বিনিয়োগকারীরা। আর সেই কারণেই এই শেয়ার কেনার হিড়িক বিনিয়োগকারীদের মধ্যে।
1/5সর্বকালের সর্বোচ্চ স্তরে আদানি এন্টারপ্রাইজের শেয়ার। মঙ্গলবার ২,৫৫৭ টাকার স্তরে পৌঁছে গিয়েছে গৌতম আদানির সংস্থার এই স্টক। গত টানা ৬ সেশন ধরে বেড়েছে আদানি এন্টারপ্রাইজ। যদিও মঙ্গলবার ইন্ট্রা-ডে-তে কিছুটা নিম্নমুখী হয়েছে এই শেয়ার। ছবি সূত্র : রয়টার্স (Reuters)
2/5স্টক মার্কেট বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির পর থেকেই আদানি গ্রুপের স্টকটি চড়ছে। আদানি পাওয়ার এবং আদানি ট্রান্সমিশনের ব্যবসা নিয়ে বেশ আশাবাদী বিনিয়োগকারীরা। আর সেই কারণেই এই শেয়ার কেনার হিড়িক বিনিয়োগকারীদের মধ্যে। ফাইল ছবি : পিটিআই (Reuters)
3/5এখন আর কিনে লাভ আছে? বাজার বিশ্লেষক মুদিত গোয়েল জানালেন, আগে থেকে যাঁকা আদানি এন্টারপ্রাইজ কিনে রেখেছেন, তাঁরা ২,৬০০ টাকার টার্গেট রেখে শেয়ার ধরে রাখতে পারেন। অন্যদিকে ২,৪৮৮ টাকায় স্টপ লস রাখতে হবে। তবে নতুন কেউ এখন এই শেয়ারটি না কেনাই ভাল। কারণ এমনিতেই এটি যথেষ্ট বেড়ে গিয়েছে। (ছবি সৌজন্য পিটিআই) (Reuters)
4/5আদানি এন্টারপ্রাইজের শেয়ার গত এক বছরে ৭৫%-এরও বেশি বেড়েছে। গত ৫ বছরে এটি শেয়ারহোল্ডারদের ১৭০০%-এর বেশি রিটার্ন দিয়েছে। ছবি: গুগল ফিন্যান্স (Reuters)
5/5বিঃ দ্রঃ- উপরে দেওয়া মতামত এবং সুপারিশ পৃথক বিশ্লেষক বা ব্রোকিং সংস্থার। সম্পাদকীয় নয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (Reuters)