দুর্গাপুজোর মধ্যে নয়া স্মার্টফোন কিনতে চান? বাজেট ১৫,০০০ টাকার মধ্যে? তাহলে আপনার হাতের সামনে একাধিক সুযোগ আছে। ১৫,০০০ টাকার মধ্যে একাধিক দারুণ ফোন পাবেন। একনজরে দেখে নিন এমনই কয়েকটি ফোন, যা আপনি কিনতে পারেন -
1/5বাজেট ১৫,০০০ টাকার মধ্যে? দেখে নিন Redmi, Moto-সহ একাধিক সেরা ফোন ও ফিচার্স
2/5স্যামসাং গ্যালাক্সি এম৩২ (Samsung Galaxy M32) : দাম শুরু ১২,৪৯৯ টাকা থেকে। 6000mAh ব্যাটারি। 64 MP+ 8 MP+ 2 MP + 2 MP রিয়ার ক্যামেরা। 20 MP ফ্রন্ট ক্যামেরা। 6.40 ইঞ্চির টাচস্ক্রিন। 4 GB RAM ও 64 GB বা 6 GB RAM, 128 GB-এর ফোন আছে।
3/5রেডমি ১০ প্রাইম (Redmi 10 Prime) : 90Hz রিফ্রেশ রেট-সহ 1080p ডিসপ্লে। আছে MediaTek Helio G85 চিপসেট, 50MP কোয়াড রিয়ার ক্যামেরা সেট, 6000mAh ব্যাটারি। দাম শুরু ১১,৯৯৯ টাকা থেকে। 4 GB RAM ও 64 GB বা 6 GB RAM, 128 GB-এর ফোন আছে।
4/5মোটো জি৪০ ফিউশন (Moto G40 Fusion) : বেশ কয়েকদিন ধরেই বাজারে আছে Moto G40 Fusion। যথেষ্ট ভরসাযোগ্য ফোন হিসেবে বিবেচিত হয়। দাম শুরু ১২,৯৯৯ টাকা থেকে। 120Hz রিফ্রেশ রেট-সহ HDR10+ display। আছে 64MP ট্রিপল রিয়ার ক্যামের, 6000mAh battery এবং Snapdragon 732G চিপসেট। সেই ফোনের সঙ্গে Lenovo-র ThinkShield দেওয়া হয়। যা ফোনকে রক্ষা করবে। 4 GB RAM ও 64 GB বা 6 GB RAM, 128 GB-এর ফোন আছে।
5/5পোকো এম৩ প্রো ৫জি (Poco M3 Pro 5G) : দাম শুরু ১৪,৪৯৯ টাকা থেকে। 5000mAh ব্যাটারি। 48 MP+ 2 MP+ 2 MP রিয়ার ক্যামেরা। MediaTek Dimensity 700 প্রসেসর। 8 MP ফ্রন্ট ক্যামেরা। 4 GB RAM ও 64 GB বা 6 GB RAM, 128 GB-এর ফোন আছে।