1/5ছেলে অভিমন্যু দাসানির পর এবার ভাগ্যশ্রী কন্যা অবন্তিকা দাসানিও বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছে। মুক্তি পেয়েছে তাঁর আসন্ন সিরিজ ‘মিথ্যা’-এর ফার্স্ট লুক।
2/5সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা সিরিজ ‘মিথ্যা’। সম্প্রতি নিজের আসন্ন ডেবিউ সিরিজের পোস্টার সোশ্যাল মিডিয়া দেওয়ালে শেয়ার করেছেন ভাগ্যশ্রী কন্যা অবন্তিকা দাসানি।
3/5‘মিথ্যা’তে অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ভাগ্যশ্রী কন্যাকে। ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন ভাগ্যশ্রী কন্যা অবন্তিকা দাসানি।
4/5ওয়েব সিরিজ 'মিথ্যা'র পোস্টার শেয়ার করে অবন্তিকা লেখেন, 'যা কিছু আমরা দেখি তা সবসময় সঠিকভাবে হয় না। মিথ্যার এই জালের জন্য আসলে কারা দায়ী? 'মিথ্যা' আসছে জিফাইভে। অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে আমার প্রথম ওয়েব সিরিজের ঘোষণা করলাম।'
5/5‘মিথ্যা’-এর পরিচালনায় রোহন সিপ্পি। সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা সিরিজে অভিনয় করছেন হুমা কুরেশি, রঞ্জিত কাপুর, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো দুঁদে অভিনেতারা। ২০১৯ সালে মুক্তি পাওয়া 'চিট' সিরিজের অ্যাডপশন 'মিথ্যা'। জি ফাইভে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।