সদ্য স্বামী হিমালয়ের সঙ্গে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলেন ভাগ্যশ্রী। সেখান থেকে শেয়ার করেছেন ছবি।
1/6সলমনের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ নায়িকা ভাগ্যশ্রী। সম্প্রতি, অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে স্বামী হিমালয় দাসানির সঙ্গে বেশ কিছু বেড়াতে যাওয়ার ছবি শেয়ার করেছেন।
2/6৫২ বছর বয়সী অভিনেত্রী স্বামী হিমালয়ের সঙ্গে সদ্য মহাবালেশ্বরের জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করছেন তিনি। দুই সন্তানের বাবা-মা এই দম্পতি। ছেলের নাম অভিমন্যু দাসানি এবং মেয়ের নাম অবন্তিকা দাসানি।
3/6উত্তরাখণ্ডের মহাবালেশ্বর থেকে একাধিক ছবি শেয়ার করেছেন তাঁরা। ১৯৯০ সালে ব্যবসায়ী হিমালয়া দাসানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভাগ্যশ্রী।
4/6স্বামী এবং দুই ছেলেমেয়েকে নিয়ে সুখের সংসার ভাগ্যশ্রীর। স্বামী হিমালয়ের সঙ্গে ত্রিশ বছরের সংসার। স্কুল জীবনে একসঙ্গে পড়াশুনো করতেন তাঁরা। জামনাবাই স্কুলে পড়াশুনো করেছিলেন।
5/6হিমালয়কে স্কুল জীবনে প্রথম দিকে নাকি পছন্দ ছিল না নায়িকার। ভাগ্যশ্রীর সঙ্গে বন্ধুত্ব করার জন্য, নায়িকার বেস্ট ফ্রেন্ডকে হাত করেছিলেন হিমালয় সেই সময়। এরপর স্কুলের ফেয়ার ওয়েলের সময় অভিনেত্রী অনুভব করেন, তিনি হিমালয়কে এরপর মিস করবেন।
6/6সেই থেকেই হিমালয়ের প্রতি ভালোবাসা জন্মাতে শুরু হয় তাঁর। মাঝে এক বছর বিচ্ছেদ হলেও হিমালয়ই যে তাঁর জীবনসঙ্গী তা বুঝে যান নায়িকা। সলমনের সঙ্গে ডেবিউ ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’-এর পর পরই মাত্র ২০ বছর বয়সে বিয়ে করে নেন এই বলি নায়িকা।