2/5এদিন নিজের নিউ আলিপুরের বাড়িতে সকাল সকাল ফোঁটা দিলেন ইন্দ্রানী হালদার। শ্যুটিংয়ের কাজ থাকায় জলখাবারেই ভাইদের আমন্ত্রণ জানিয়ে ছিলেন। এদিন গোলাপি রঙা ওয়ানপিসে দেখা গেল ছোট পর্দার শ্রীময়ীকে।(ছবি সৌজন্যে- প্রকাশ পাইন)
3/5 নিজের হাতেই ভাইয়ের জন্য সমস্ত আয়োজন করেছিলেন ইন্দ্রানী হালদার। মেনুতে ছিল রাধাবল্লভী, আলুরদম আর নানা রকমের মিষ্টি। (ছবি সৌজন্যে- প্রকাশ পাইন)
4/5প্রতিপদেই ভাইদের কপালে ফোঁটা দিয়েছেন ‘জুন আন্টি’ ঊষসী চক্রবর্তী। গোলাপি-অফ হোয়াইট লেহেঙ্গাতে ধরা দিয়েছেন জুন। শ্রীময়ীর পাশাপাশি গোলাপি রঙের পোশাকে জুনকে দেখে দারুণ খুশি শ্রীময়ী ভক্তরা। (ছবি সৌজন্যে- ফেসবুক))
5/5ইন্দ্রানী হালদারের অনস্ক্রিন কন্যে, ঐশী ভট্টাচার্যও শনিবার সকাল সকাল দুই ভাইকে ফোঁটা দেন। (ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম)