Bharat Bandh: আজকে ভারত বনধ। অনগ্রসর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কর্মচারী ফেডারেশন (BAMCEF) বুধবার ভারত বনধের ডাক দিয়েছে। কিন্তু কেন এই বনধের ডাক দেওয়া হয়েছে? বাংলার উপর কি কোনও প্রভাব পড়বে এই বনধের?
1/4দেশ জুড়ে জাতিশুমারির দাবিতে ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেক রাজ্য থেকে এ বিষয়ে দাবি জানানো হলেও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। (ছবি সৌজন্য এএনআই)
2/4জাতিশুমারি বাদেও ধর্মঘটীদের দাবি - এসসি, এসটি এবং ওবিসিকে বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণ দিতে হবে, কৃষকদের এমএসপি নিশ্চিত করতে হবে, ইভিএম-এ নির্বাচন চলবে না এবং সিএএ ও এনআরসি বাস্তবায়ন করা যাবে না। (ছবি সৌজন্য পিটিআই)
3/4BAMCEF সভাপতি বামন মেশরাম বলেছেন, ‘আমাদের ভারত বনধ আন্দোলনকে রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা, ভারত মুক্তি মোর্চা, বহুজন মুক্তি মোর্চা এবং আরও অনেক সংগঠন সমর্থন করেছে।’ (ছবি সৌজন্য এএনআই)
4/4তবে, সারা দেশে, বিশেষ করে বাংলায় BAMCEF-এর ভিত্তি না থাকায় এই ভারত বনধের প্রভাব বেশি পড়বে না বলে মনে করা হচ্ছে। এ ছাড়া এখনও পর্যন্ত কোনও বড় রাজনৈতিক দল এই বনধ সমর্থনের ঘোষণা করেনি। (ছবি সৌজন্য এএনআই)