গালওয়ানের প্রতিবাদে কলকাতার চিনা মহল্লায় উঠল 'ভারত মাতা কী জয়'
Updated: 21 Jun 2020, 08:12 AM ISTহতে পারেন চিনা বংশোদ্ভূত। কিন্তু আগে তাঁরা ভারতীয়।... more
হতে পারেন চিনা বংশোদ্ভূত। কিন্তু আগে তাঁরা ভারতীয়। গালওয়ান উপত্যকায় ভারতীয় জওয়ানদের মৃত্যুতে তাঁরা শোকাহত। চিনা সেনার বর্বরোচিত কাজে রক্ত ফুটছে তাঁদের। তাই ট্যাংরার চায়না গেটের কাছে ভারতীয় সেনার সমর্থনে মিছিল করলেন। চিনা সেনার বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন কলকাতার চিনা মহল্লার মানুষরা।
পরবর্তী ফটো গ্যালারি