বাংলা নিউজ > ছবিঘর > Bharat replaces India in G20: বিশ্বমঞ্চেও ‘নাম বদল’ দেশের, জি২০-তে নেই ‘ইন্ডিয়া’, বড় পদক্ষেপ মোদী সরকারের

Bharat replaces India in G20: বিশ্বমঞ্চেও ‘নাম বদল’ দেশের, জি২০-তে নেই ‘ইন্ডিয়া’, বড় পদক্ষেপ মোদী সরকারের

ইংরেজিতে দেশের নাম ভারত নাকি ইন্ডিয়া, তা নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরেই জোর চর্চা ঘরোয়া রাজনীতিতে। এরই মাঝে এবার বিশ্বমঞ্চে 'ইন্ডিয়া' মুছে দিয়ে 'ভারত'-কে ঠাঁই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে জোর চর্চা শুরু হয়েছে দিল্লির রাজনৈতিক মহলে।