Bhediya screening: অভিনেতা বরুণ ধাওয়ান এবং কৃতি স্যাননের সঙ্গে শহিদ কাপুর, রাজকুমার রাও, জাহ্নবী কাপুর, নেহা ধুপিয়া, সোফি চৌধুরী, আহান শেট্টি, অভিমন্যু দাসানি থেকে সোনাক্ষী সিনহা, ইয়ামি গৌতম এবং বাণী কাপুর বলিউডের আরও অনেক তারকা ‘ভেড়িয়া’র বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন।
1/4অভিনেতা বরুণ ধাওয়ান এবং কৃতি স্যানন অভিনীত নতুন ছবি ‘ভেড়িয়া’। পরিচালনায় অমর কৌশিক। ছবির প্রচারে গত মঙ্গলবারই কলকাতায় এসেছিলেন এই অন-স্ক্রিন জুটি। শুক্রবার অর্থাৎ ২৫ নভেম্বর সিনেমাহলে মুক্তি পাচ্ছে ‘ভেড়িয়া’। তার আগে বৃহস্পতিবার মুম্বইয়ে ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল মুম্বইয়ে। (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
3/4শহিদ কাপুর, রাজকুমার রাও, জাহ্নবী কাপুর, নেহা ধুপিয়া, সোফি চৌধুরী, আহান শেট্টি, পুনম ধিলোন, জ্যাকি ভাগনানি, অভিমন্যু দাসানি থেকে সোনাক্ষী সিনহা, ইয়ামি গৌতম এবং বাণী কাপুর বলিউডের আরও অনেক তারকা এই বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন।
4/4‘দিলওয়ালে’র প্রায় সাত বছর পর আবার বড় পর্দায় বরুণ-কৃতি জুটি। অরুণাচলপ্রদেশের জঙ্গলে হয়েছে এই ছবির বেশিরভাগ শ্যুটিং। প্রচলিত লোকগথার উপর ভিত্তি করেই এই ছবি তৈরি করেছেন অমর কৌশিক। এর আগে ‘স্ত্রী’র মতো হরর কমেডি তৈরি করেছেন অমর কৌশিক। তাই এই ছবি ঘিরেও সিনেপ্রেমীদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে বিস্তর। এর আগে বহু হলিউড ছবিতে ‘ওয়ারউলফ’ দেখেছি আমরা, এবার হিন্দি ছবির পর্দায় নেকড়ের হুঙ্কার শোনবার পালা।