বাংলা নিউজ >
ছবিঘর > Bhumi Pednekar: ভূমির যে শাড়ি নিয়ে এত চর্চা, তার ইতিবৃত্ত জানেন? দেখে নিন আগুন ঝরানো লুকও
Bhumi Pednekar: ভূমির যে শাড়ি নিয়ে এত চর্চা, তার ইতিবৃত্ত জানেন? দেখে নিন আগুন ঝরানো লুকও
Updated: 27 Oct 2022, 03:57 PM IST
Priyanka Bose
Bhumi Pednekar: বলিউডে বহুমুখী প্রতিভাসম্পন্ন অভিনেত্রী হিসেবে পরিচিত ভূমি পেডনেকার। অভিনয় শৈলি হোক কিংবা ফ্য়াশন ভক্তদের হামেশাই মন মাতিয়ে রাখেন তিনি। আবু জানি এবং সন্দীপ খোসলার ডিজাইনার সাদা পোশাকে নেটিজেনের ঘুম উড়িয়েছেন নায়িকা।
1/7দিওয়ালি পার্টিতে মূলত উজ্জ্বল সাদা ডিজাইনার পোশাকে ধরা দিয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকার। তাঁর ফ্য়াশনে মুগ্ধ অনুরাগীরা। 2/7অভিনেত্রী সম্প্রতি সোনম কাপুর আহুজার দিওয়ালি পার্টিতে যোগ দিয়েছিলেন। সাদা শাড়িতে অনন্য রূপে ধরা দিয়েছেন নায়িকা। 3/7এ দিন সন্ধ্যায় পার্টিতে ডিজাইনার আবু জৈন এবং সন্দীপ খোসলার শাড়িতে ধরা দিয়েছেন ভূমি। অভিনেত্রীর সম্পূর্ণ লুক স্টাইল করেছেন রিয়া কাপুর। 4/7ডিপ নেকলাইন ব্লাউজের সঙ্গে খুব স্বল্প মেকআপে ধরা দিয়েছেন নায়িকা। খোলা চুল ঢেউ খেলানো অবস্থায় রেখেছেন তিনি।5/7পোশাকের সঙ্গে হাতে আংটি, কানে দুল এবং ব্রেসলেট পরেছেন ভূমি। পোশাকের ছবি শেয়ার করে ভূমি লিখেছেন, ‘স্বপ্নের’।6/7বলা বাহুল্য, হলুদ জমকালো লেহেঙ্গার সঙ্গে ব্রালেটে নজরকাড়া লুকে নায়িকা।7/7উৎসবের মরসুম উপভোগ করে, নিজের দীওয়ালি পার্টিতে, ভূমি এই সুন্দর মাল্টি কালার লেহেঙ্গা পরেছিলেন আবু জানি এবং সন্দীপ খোসলার ডিজাইন করা।অন্য গ্যালারিগুলি