বাংলা নিউজ >
ছবিঘর >
পাঁচ দশকের দীর্ঘ কেরিয়ার, বলিউডি গান, গজলে কণ্ঠ, গিটারে ঝড় তুলতেন ভূপিন্দর
পাঁচ দশকের দীর্ঘ কেরিয়ার, বলিউডি গান, গজলে কণ্ঠ, গিটারে ঝড় তুলতেন ভূপিন্দর
Updated: 19 Jul 2022, 02:02 PM IST
লেখক Priyanka Bose
‘অল ইন্ডিয়া রেডিও’ দিল্লি থেকে সঙ্গীত জীবনে পথ চলা শুরু ভূপিন্দর সিংয়ের। পাঁচ দশকের দীর্ঘ কেরিয়ারে যন্ত্রসঙ্গীত শিল্পী হিসেবে কাজ শুরু করেন গায়ক।
1/10স্তব্ধ হল কণ্ঠ। প্রয়াত বিখ্যাত গজল শিল্পী ভূপিন্দর সিং। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২। দীর্ঘ কেরিয়ারে 'থোড়ি সি জামিন থোড়া আসমান' (সিতারা, লতা মঙ্গেশকরের সঙ্গে গেয়েছিলেন), 'দিল ডুন্ডা হ্যা' (মৌসম), 'নাম গুম জায়েগা'-র (কিনারা) মতো গান গেয়েছিলেন। স্মৃতি হিসেবে রেখে গিয়েছেন তাঁর অসংখ্য হিন্দি এবং বাংলা গান।
2/10‘অল ইন্ডিয়া রেডিও’ দিল্লি থেকে সঙ্গীত জীবনে পথ চলা শুরু ভূপিন্দর সিংয়ের। গজলের পাশাপাশি গিটার বাজাতে ভালোবাসতেন। কেরিয়ারের শুরুর দিকে যন্ত্রসঙ্গীত শিল্পী হিসেবেই পরিচিত ছিলেন তিনি।
3/10১৯৪০ সালে পঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন ভূপিন্দর সিং। পাঁচ দশকের কেরিয়ারে গানের ইন্ডাস্ট্রির অসংখ্য মহারথীর সঙ্গে কাজ করেছিলেন। মহম্মদ রফি, আরডি বর্মণ, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এবং বাপ্পি লাহিড়ির মতো মহারথীর সঙ্গে তাঁর একাধিক কাজ অবিস্মণীয় হয়ে আছে।
4/10বই বা খবরের কাগজে প্রকাশিত কবিতা খাতায় লিখে ছোটবেলায় থেকেই নিজে নিজে সুর দিতেন। সেই গান বন্ধুদের শোনাতেন। ১৯৬০ সালে ‘অল ইন্ডিয়া রেডিও’ বিখ্যাত কবি বাহাদুর শাহ জাফরের জন্মবার্ষিকী পালনের সময় প্রথম গান গাওয়ার সুযোগ পান ভূপিন্দর সিং।
5/10‘অল ইন্ডিয়া রেডিও’তে গাওয়া ভূপিন্দরের গান সঙ্গীত পরিচালক মদনমোহন শুনেছিলেন। এরপরই গায়কের জন্য ডাক পড়ে মুম্বই থেকে। সঙ্গীত পরিচালক মদনমোহনের দৌলতে ১৯৬৪ সালে চেতন আনন্দ পরিচালিত ছবি ‘হকিকত’-এ প্রথম গান গাওয়ার সুযোগ পান ভূপিন্দর।
6/10‘হো কে মজবুর মুঝে উসনে ভুলা হোগা’ গানটি গেয়ে পরিচিত পেতে শুরু করেন শ্রোতাদের মধ্যে। এরপরই আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। সিনেমার জন্য গান গাওয়ার পাশাপাশি, গজলকে কণ্ঠছাড়া হতে দেননি কখনও।
7/10‘খাজানা’ নামে একটি গজলের উৎসবের সঙ্গে টানা ২১ বছর যুক্ত ছিলেন ভূপিন্দর সিং। নিয়মিত গজলের এলপি রেকর্ড প্রকাশ হয়েছে তাঁর। দীর্ঘ কেরিয়ারে 'থোড়ি সি জামিন থোড়া আসমান' (সিতারা, লতা মঙ্গেশকরের সঙ্গে গেয়েছিলেন), 'দিল ডুন্ডা হ্যা' (মৌসম), 'নাম গুম জায়েগা'-র (কিনারা) মতো গান গেয়েছিলেন।
8/10স্বতন্ত্র কণ্ঠস্বর এবং তাঁর গানের জন্য বলিউডে গায়ক হিসেবে নিজের আলাদা পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন ভূপিন্দর। শুধু হিন্দি নয়, একাধিক ভাষায় গান গেয়েছিলেন তিনি। বাংলা ছবি ত্রয়ীর ‘কবে যে কোথায় কী যে হল ভুল’ গানটি আজও শ্রোতারা গুন গুন করেন।
9/10গানের সঙ্গে সঙ্গে গিটার বাজিয়েও সঙ্গীত মহলে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ‘চুরালিয়া হ্যায় তুমনে যো দিল কো’ পুরো গানটিতে গিটার বাজিয়েছেন ভূপিন্দর। রাহুল দেব বর্মণের একাধিক গানে গিটার বাজিয়েছেন তিনি। চরম হিট হয়েছে সেই সব গান।
10/10স্ত্রী মিতালি মুখোপাধ্যায়ের সঙ্গেও একমঞ্চে অনুষ্ঠান করেছেন, অ্যালবামে জুটিতে গেয়েছেন ভূপিন্দর। সঙ্গীতই মিতালি-ভূপিন্দরকে পরস্পরের কাছাকাছি নিয়ে আসে। দু’জনের গলার রবীন্দ্রনাথের গানের উপর অ্যালবাম প্রচুর ভালোবাসা পেয়েছে শ্রোতাদের কাছে।