বাংলা নিউজ >
ছবিঘর >
ভূপিন্দরের মনে প্রাণে বাঙালি স্ত্রী মিতালি, রসায়নের ঝলক মিলত লাইভ পারফর্ম্যান্সে
ভূপিন্দরের মনে প্রাণে বাঙালি স্ত্রী মিতালি, রসায়নের ঝলক মিলত লাইভ পারফর্ম্যান্সে
Updated: 19 Jul 2022, 03:43 PM IST
লেখক Priyanka Bose
বাংলাদেশি গায়িকা মিতালি মুখোপাধ্যায়ের সঙ্গে আশির দশকে পরিচয় ভুপিন্দরের। পরে তাঁদের চার হাত এক হয়। স্ত্রীর সঙ্গে মিলে মিউজিক অ্যালবাম তৈরি করেছেন তিনি।
1/6সঙ্গীতই কাছাকাছি এনেছিলে ভূপিন্দর সিং এবং মিতালি মুখোপাধ্যায়কে। বাঙালি স্ত্রীর সঙ্গে একাধিক মঞ্চে অনুষ্ঠান করেছেন করেছেন গায়ক এবং গজল শিল্পী। দু'জনের একসঙ্গে অ্যালবামও রয়েছে।
2/6ছোট থেকেই গানের প্রতি আকর্ষণ ছিল ভূপিন্দরের। স্বামীর মতো ছোট থেকে গান ভালোবাসতেন মিতালিও। বাংলাদেশের ময়মনসিংহের মেয়ে মিতালি মুখোপাধ্যায়। ১৯৮২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজনে।
3/6'দুই পয়সার আলতা’ ছবিতে ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’ গানে সঙ্গীত পরিবেশন করেছিলেন মিতালি। ১৯৮২ সালে এই গানে সঙ্গীত পরিবেশনের জন্যই বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান গায়িকা।
4/6বাংলাদেশি গায়িকা মিতালি মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর, এই সময় প্লে-ব্যাকের দুনিয়া থেকে কিছুদিনের বিরতি নেন ভুপিন্দর। স্ত্রীর সঙ্গে মিলে মিউজিক অ্যালবাম তৈরি করেছেন তিনি।
5/6রবীন্দ্রসঙ্গীতের উপর ভূপিন্দর-মিতালির গানের অ্যালবাম দারুণ জনপ্রিয় হয়েছিল। তাঁদের একমাত্র পুত্র নিহাল সিং। সুরেলা জুটির পুত্রও একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ৷
6/6বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর প্লে-ব্য়াক থেকে সরে এসে স্ত্রী-র সঙ্গে ভূপিন্দর সিং'য়ের লাইভ পারফরম্য়ান্স যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল সঙ্গীতপ্রেমীদের মধ্যে ৷