৫৯-এ পা দিলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। তাঁর জন্মদিনটা স্পেশ্যাল করে তুললেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
1/7আরও একটা বসন্ত পার করে ফেললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায়। আর তাঁর ঊনষাটতম জন্মদিনটা একদম স্পেশ্যাল করে তুললেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রেমিকার সঙ্গেই এই দিনটা উদযাপন করলেন শোভনবাবু।
2/7প্রিয় মানুষদের জন্মদিন উদযাপনের ছবি ফেসবুকের দেওয়ালে শেয়ার করেছেন বৈশাখী। এদিন আশ্চর্যজনকভাবে দুজনের পোশাকে রং মিলান্তি চোখে পড়ল না। তবে মনের মিল থাকলে পোশাকে কী এসে যায়! আসমানি নিল সালোয়ারে ঝলমলে বৈশাখী আর সাদা কুর্তায় ৫৯-এর যুবক শোভন চট্টোপাধ্যায়।
3/7বৈশাখী কন্যা মহুলকে নিয়ে দুজনে সকাল থেকে সেলিব্রেট করেছেন। কেক কাটার পর্ব চলেছে, শোভনবাবুকে নিজের হাতে রান্না করে পায়েস খাইয়েছেন বৈশাখী। সন্ধ্যাবেলা সারপ্রাইজ বার্থ ডে পার্টিও আয়োজন করেছেন। গল্ফক্লাবে বসেছে শানদার পার্টি। অতিথি তালিকা বিস্তর। সব আয়োজনের নেপথ্যে বৈশাখী।
4/7একে অপরকে কেক খাইয়ে দিয়েছেন শোভন ও বৈশাখী কন্যা মহুল।
5/7এদিন খাওয়া-দাওয়ার আয়োজনের ছবি পোস্ট করেননি বৈশাখী দেবী। তবে জামাই ষষ্ঠীতে শোভন চট্টোপাধ্যায়ের জন্য বিস্তর আয়োজন করেছিলেন, সেই ছবিও পোস্ট করেছিলেন। এদিন মুখ্যমন্ত্রীর তরফেও শুভেচ্ছা বার্তা এসেছে শোভন চট্টোপাধ্যায়ের কাছে।
6/7সপ্তাহ দু-য়েক আগেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই প্রেমিক যুগল। তারপর থেকে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরবার জল্পনা তুঙ্গে। তবে সেই নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি দুজনে। তবে জল্পনা জিইয়ে রেখেছেন।
7/7সূত্রের খবর ২১শে জুলাইয়ের মঞ্চে তৃণমূলে ফিরতে পারেন শোভন-বৈশাখী। জল্পনা সত্যি হয় কিনা তার জন্য অপেক্ষা আর মাত্র দিনকয়েকের।