Bigg Boss 16 House: নীল আর সাদার থিমে সেজে উঠতে চলেছে বিগ বস ১৬-র ঘর। দেখে নিন চট করে।
1/5আর মাসখানেক অপেক্ষা। শুরু হতে চলেছে ‘বিগ বস ১৬’। আপাতত এখন সবদিকে সম্ভাব্য প্রতিযোগীদের নিয়ে চর্চা। আর তার মাঝেই ভাইরাল হয়েছে কিছু ছবি, যা দাবি করা হচ্ছে বিগ বসের ঘরে। সাদা-নীল-কমলার থিমে হয়েছে এবারের অন্দরসাজ। চলুন একটু ঢুঁ মেরে দেখা যাক।
2/5বিগ বসের ভিতরের শোওয়ার ঘর। মনে রাখবেব, এখানে বসেই কিন্তু হয় যাবতীয় প্ল্যানিং। রাতের অন্ধকারে গুজগুজ, ফিসফাস এখানেই চলে। চোখ ধাঁধানো ঝাড়বাতি, আলো-আঁধারি মিলিয়ে একটা মেরিন থিম ক্রিয়েট করা হয়েছে।
3/5সম্ভবত এটাই হতে চলেছে ক্যাপ্টেনের ঘর। মানে নিজের গোটা একটা বিছানা। অ্যাটাচড বাথরুম, সোফা। তবে এটা সিক্রেট রুমও হতে পারে। মানে ঘরের কেউ হয়তো আউট হওয়ার পর এখানে লুকিয়ে থেকে সবার উপর চোখ রাখবে।
4/5বিগ বস ১৬-র ড্রইং রুম। এখানেই সেই বড় টিভিখানা। যেখানে প্রতি শনি আর রবিবারে আসবেন সলমন খান। প্রশংসা করবেন, বকা দেবেন। এককথায় বলতে গেলে, এখানেই সলমন খান ক্লাস নেবেন ঘরের সদস্যদের।
5/5বিগ বসের ডাইনিং স্পেস। খাবার নিয়ে ঝগড়াটা এখানে বসেই তো হবে। কে কম খেল, কে বেশি খেল, খাবার কতটা বাজে রান্না হল, সেটা নিয়ে চর্চায় এই জায়গাটা কিন্তু প্রথম দিন থেকেই থাকবে সরগরম।