1/5গোটা দেশের মানুষ হোলির উৎসবে সামিল হয়েছে। সবাই নিজেদের মতো করে দিনটা উদযাপন করেছে। তেমনি বলিউড তারকা দম্পতি বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার হোলি উদযাপনের ছবি শেয়ার করেছেন নেটমাধ্যমে। (ছবি ইনস্টাগ্রাম)
2/5স্বামী করণের কাঁধে মাথা রেখে এ দিন একাধিক হোলির ছবি পোস্ট করেন বিপাশা। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি হোলি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। ছবিতে স্বামী করণ সিংয়ের সঙ্গে বেশ রোম্যান্টিক মেজাজে দেখা মিলেছে নায়িকার।
3/5ছবিতে বিপাশাকে হাতে রং মেখে দেখা যাচ্ছে। বেশ ঢিলেঢালা পোশাকে দেখা মিলেছে অভিনেত্রীর। যা দেখে দেখে ফের জল্পনা বাড়ল তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে। নেটিজেনরা লক্ষ করছেন অভিনেত্রী হালকা বেবি বাম্প। আর তাতেই তাঁর মা হতে চলার জল্পনা আরও খানিকটা বাড়ল।
4/5দিন কয়েক আগেই স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে ডিনার ডেটে যেতে গিয়ে পাপারাৎজিদের লেন্সবন্দি হন বিপাশা। সেই ছবি থেকেই জল্পনার সূত্রপাত। ফ্যাশন আইকন বিপাশা তাঁর ওয়েল-ফিটেড পোশাক ছেড়ে এদিন পরেছিলেন ওভারসাইজড টি-শার্ট ড্রেসে। যা দেখে নেটিজেনের মন্তব্য বেবি বাম্প লুকোতেই এমন পোশাক পরেছেন তিনি। সেই থেকেই অভিনেত্রীর মা হওয়ার জল্পনার সূত্রপাত।
5/5২০১৬ সালের ৩০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন বিপাশা এবং করণ। তারকা জুটির জীবনে কি সত্যিই নতুন সদস্য আসছে? সবটাই সময়ের অপেক্ষা।