বাংলা নিউজ >
ছবিঘর >
জন্মবার্ষিকীতে চোখের জলে স্মরণ সুশান্তকে, পারিবারিক অ্যালবামের কিছু অদেখা ছবি
জন্মবার্ষিকীতে চোখের জলে স্মরণ সুশান্তকে, পারিবারিক অ্যালবামের কিছু অদেখা ছবি
Updated: 21 Jan 2021, 02:39 PM IST
লেখক Priyanka Bose
মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। পৃথিবীতে থাকলে ৩৫-এ পা দিত সে। রইল প্রয়াত অভিনেতার কিছু অদেখা ছবি-
1/16মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। পৃথিবীতে থাকলে ৩৫-এ পা দিত সে। ‘কাই পো চে’, ‘এম এ, ধোনি; দ্য আনটোল্ড স্টোরি’, ‘কেদারনাথ’এর মতো বক্স অফিস হিট করা একাধিক ছবি রয়েছে তাঁর ঝুলিতে। ছবি-ইনস্টাগ্রাম
2/16সুশান্তের সঙ্গে দিদি শ্বেতা। গত বছর ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। আত্মহত্যা নাকি খুন? সুশান্তের মৃত্যুর সাত মাস পরেও এই উত্তর জানা নেই পরিবার, প্রিয়জন কিংবা সুশান্ত অনুরাগীদের। ছবি-ইনস্টাগ্রাম
3/16সুশান্তের ছোটবেলার ছবি। সিবিআই ছাড়াও সুশান্তের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত দুটি পৃথক মামলার তদন্ত চালাচ্ছে দেশের অপর দুই কেন্দ্রীয় সংস্থা ইডি ও এনসিবি। ছবি-ইনস্টাগ্রাম
4/16পরিবারের নয়নের মনি সুশান্ত সিং রাজপুত। শিক্ষার বিষয়ে বরাবরই এগিয়ে ছিলেন সুশান্ত। ছোটথেকেই পড়াশোনায় তুখোড় ছিলেন। ছবি-ইনস্টাগ্রাম