গৌরবের জন্মদিন বলে কথা! এই দিনটা স্পেশ্যাল করে তুলতে কোনও খামতি রাখলেন না ঋদ্ধিমা। জন্মদিনের পার্টির সব আয়োজন একা হাতে সামলালেন গৌরব পত্নী। নিজের হাতে বানালেন গৌরবের পছন্দের রেনবো কেক।
1/7শুক্রবার ছিল অভিনেতা গৌরব চক্রবর্তীর জন্মদিন। আর স্বামীর বার্থ ডে-টা স্পেশ্যাল করে তুললেন ঋদ্ধিমা ঘোষ (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
2/7এদিন গৌরবের জন্মদিনে ঋদ্ধিমার তরফে সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল এই কেক। নিজের হাতে এই রেনবো কেক তৈরি করেছেন অভিনেত্রী (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
3/7দাদার জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন অর্জুন চক্রবর্তীও (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
4/7এদিন দুজনের পোশাকে ছিল রঙ-মিলান্তি। লাল পোশাকেই পাওয়া গেল মিঁয়া-বিবিকে (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
5/7তিন মূর্তি.. অভিনেতা আদিত্য সেনগুপ্ত ও অর্জুনের সঙ্গে বার্থ ডে বয় গৌরব (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
6/7গৌরবের বার্থ ডে ব্যাশে দেখা মিলল সাহেব ভট্টাচার্য, রাহুল-সন্দীপ্তা, ইন্দ্রাশিস সহ টলিগঞ্জের আরও অনেকে (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
7/7হই-হুল্লোড়, গানে-গল্পে জমে উঠেছিল এদিনের পার্টি (সৌজন্যে-ইন্সটাগ্রাম)