মঙ্গলবার ৩৩-এ পা দিলেন শ্রদ্ধা কাপুর। ছোট থেকেই ফিল্মি পরিবারে বড় হয়েছেন এই নায়িকা। শক্তি কাপুর কন্যার বলিউড সফর শুরু ২০১০ সালে তিন পাত্তি দিয়ে,তবে পরিচিতি মেলে ২০১৩ সালে মু্ক্তিপ্রাপ্ত আশিকী টু ছবির সুবাদে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শ্রদ্ধাকে। দেখুন শ্রদ্ধার পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত-
1/11মঙ্গলবার অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের হ্যাপি বার্থ ডে। এদিন ৩৩-এ পা দিলেন শক্তি কাপুর কন্যা। বাবা-মা এবং দাদার নয়ণের মণি নায়িকা। হবে নাই বা কেন! বাড়ির আদরের ছোট মেয়ে শ্রদ্ধা (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
5/11ছোট থেকেই ফিল্মি পরিবারে বড় হওয়া শ্রদ্ধার। লতা আজি (ঠাকুমা)-র সঙ্গে শ্রদ্ধা (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
6/11দাদা সিদ্ধান্ত ও তুতো ভাই প্রিয়ঙ্ক শর্মার সঙ্গে শ্রদ্ধার নানান মুহূর্তের কোলাজ (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
7/11মায়ের সঙ্গে শুধু মা-মেয়ের সম্পর্ক নয় শ্রদ্ধার। নায়িকার কথায় 'মা'ই আমার বেস্ট ফ্রেন্ড' (সৌজন্যে-ইন্টাগ্রাম)
8/11শ্রদ্ধার শক্তির উত্স- নিজের কেরিয়ারের সব সিদ্ধান্তও বাবা এবং দাদার সঙ্গে কথা বলেই নেন শ্রদ্ধা। চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রেও সাহায্য করেন তাঁরা (সৌজন্যে-ইন্সটাগ্রাম)
9/11দুই দিদিমা লতা মঙ্গেশকর ও ঊষা মঙ্গেশকরের সঙ্গে শ্রদ্ধা। ছবিতে শ্রদ্ধা ছাড়াও রয়েছেন সিদ্ধান্ত কাপুর , শিবাঙ্গি কাপুর এবং শ্রদ্ধার মাসি পদ্মিনী কোলাপুরিও। শিবাঙ্গি কাপুরের বাবার তুতো বোন লতা মঙ্গেশকর-আশা ভোঁসলেরা (সৌজন্যে-ইন্সটাগ্রাম)