BJP vote analysis in WB Bypolls 2024: দেড় মাসে বাংলায় ১.৮৭ লাখ ভোট কমল BJP-র! ৪ কেন্দ্রেই মুখ ফেরালেন ৪৭.৬% ভোটার
Updated: 13 Jul 2024, 07:14 PM IST Ayan Das 13 Jul 2024 WB Assembly Bypolls 2024, Assembly Bypolls 2024, Raiganj Assembly Bypolls 2024, Ranaghat Dakshin Assembly Bypolls 2024, Bagda Assembly Bypolls 2024 Assembly Bypolls 2024, Maniktala Assembly Bypolls 2024, TMC, BJP, বিজেপি, তৃণমূল কংগ্রেস, উপনির্বাচন ২০২৪, বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন, পশ্চিমবঙ্গে উপনির্বাচনলোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক- রাজ্যের যে চারটি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হল, সেখানে ৩-১ ব্যবধানে এগিয়েছিল বিজেপি। কিন্তু চারটিতেই হেরে গিয়েছে গেরুয়া। শুধু হেরে গিয়েছে বললে কম বলা হবে, কারণ দেড় মাস ওই চারটি কেন্দ্রে ১.৮৭ লাখ ভোট খুইয়ে ফেলেছে।
পরবর্তী ফটো গ্যালারি