BJP vote analysis in WB Bypolls 2024: দেড় মাসে বাংলায় ১.৮৭ লাখ ভোট কমল BJP-র! ৪ কেন্দ্রেই মুখ ফেরালেন ৪৭.৬% ভোটার
Updated: 13 Jul 2024, 07:14 PM ISTলোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক- রাজ্যের যে চারটি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হল, সেখানে ৩-১ ব্যবধানে এগিয়েছিল বিজেপি। কিন্তু চারটিতেই হেরে গিয়েছে গেরুয়া। শুধু হেরে গিয়েছে বললে কম বলা হবে, কারণ দেড় মাস ওই চারটি কেন্দ্রে ১.৮৭ লাখ ভোট খুইয়ে ফেলেছে।
পরবর্তী ফটো গ্যালারি