BJP Nabanna Aviyan Images: পশ্চিমবঙ্গের মমতা বন্দ্... more
BJP Nabanna Aviyan Images: পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। দিনের শুরুর দিকে পিটিএসে শুভেন্দু অধিকারী সহ বিজেপির তিন নেতা নেত্রীকে আটকে দেয় পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, ও বিজেপির নেতা রাহুল সিনহাকে প্রিজনভ্যানে তোলে পুলিশ। কিছু দৃশ্য একনজরে।
1/14মমতা সরকারের বিরুদ্ধে তোপ দেগে বঙ্গ বিজেপি এদিন নবান্ন অভিযানের ডাক দেয়। দিনের শুরু থেকেই হাওড়া থেকে শিয়ালদহে বিজেপি নেতা কর্মীদের ভিড় দেখা যায়। তবে দিনের শেষে পরিস্থিতি অগ্নিগর্ভ হতেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। দিনভর কীভাবে এই অভিযান ঘিরে ঘটনা পরম্পরা এগিয়েছে দেখে নেওয়া যাক। (ANI Photo)
2/14দিনের শুরুর দিকে পিটিএসে শুভেন্দু অধিকারী সহ বিজেপির তিন নেতা নেত্রীকে আটকে দেয় পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, ও বিজেপির নেতা রাহুল সিনহাকে প্রিজনভ্যানে তোলে পুলিশ। ফলে তাঁরা সাঁতরাগাছি যেতে পারেননি। এরপর মুহূর্তে সাঁতরাগাছি রণক্ষেত্রের রূপ নেয়। চলে ইঁট বর্ষণ। তার পাল্টা পুলিশের তরফে চলে জলকামান। . (ANI Photo)
3/14 পরিস্থিতিু নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে পুলিশ। চলে লাঠিচার্জ। অন্যদিকে, তার আগে পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট পাটকেল ছোড়ার ছবিও উঠে আসে। (ANI Photo)
4/14১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযান ঘিরে এমজি রোডে যখন অগ্নিগর্ভ পরিস্থিতি, তখন হাওড়াতেও ভয়ানক ছবি উঠে আসে। সেখানে হাওড়া ব্রিজের কাছে পুলিশ ও বিজেপির কর্মীদের খণ্ডযুদ্ধের ছবি উঠে আসে। (PTI Photo)
5/14হাওড়া ময়দানের কাছে ক্ষোভে ফুঁসে উঠে অবস্থান বিক্ষোভে বসেন বঙ্গবিজেপি প্রধান সুকান্ত মজুমদার ও বিধায়ক অগ্নিমিত্রা পল। পুলিশের বিরুদ্ধে তাঁরা ক্ষোভ উগড়ে দেন। (ANI Photo/ANI pic service)
6/14এদিকে, সাঁতরাগাছি যাওয়ার মুখে শুভেন্দু অধিকারীদের আটকায় পুলিশ। ততক্ষণে তাঁরা মমতা সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। শুভেন্দুকে এক মহিলা পুলিশ অফিসার প্রিজনভ্যানে নিয়ে যাওয়ার জন্য এলে, তিনি ক্ষোভে ফুঁসে ওঠেন। সোচ্চার হন। (ANI Photo/BJP Bengal Twitter)
7/14নবান্ন অভিযান ঘিরে দফায় দফায় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধতে দেখা যায়। (ANI Photo)
8/14হাওড়া ব্রিজের দিক থেকে এগিয়ে যায় দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির একটি দল। চলে ব্যারিকেড ভাঙার চেষ্টা। (ANI Photo)
9/14নবান্ন অভিযানের মাঝে পাথর, ইট ছুড়তে দেখা যায় বেশ কয়েকজনকে। (PTI Photo/Swapan Mahapatra)
14/14বিজেপির নবান্ন অভিযান ঘিরে দিনভর নানান অশান্তির ছবি ধরা পড়ে। অভিযানে শুভেন্দু অধিকারীদের রুখে দেওয়া নিয়ে হাইকোর্টে মামলাও দায়ের হয়। শেষে আদালতের নির্দেশে ছাড়া পান তাঁরা। এদিকে, এই অভিযানকে ‘ফ্লপ শো’ আখ্যা দিয়েছে তৃণমূল।