দীর্ঘ ৩৭ বছর আগে গুজরাট বিধানসভা নির্বাচনে রেকর্ড ... more
দীর্ঘ ৩৭ বছর আগে গুজরাট বিধানসভা নির্বাচনে রেকর্ড ১৪৯টি আসন জিতে সরকার গড়েছিল কংগ্রেস। তবে মোদী ম্যাজিকে গুজরাটে এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। এই গতিতে যদি আগামী নির্বাচনেও বিজেপি জয়লাভ করতে পারে, তাহলে বাংলায় বামেদের রেকর্ডও ভেঙে দিতে পারে বিজেপি।
1/5১৯৮৫ সালে গুজরাটে মাধবসিংহ সোলাঙ্কির নেতৃত্বে কংগ্রেস ১৪৯টি আসনে জয় লাভ করেছিল। তবে এবার বিজেপি সেই রেকর্ডও ভেঙে দিতে চলেছে বলে মনে করা হচ্ছে। সকাল থেকেই টি২০ ধাঁচে সব দলকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল বিজেপি। এর ফলে ১৫০টিরও বেশি আসনে এগিয়ে যায় বিজেপি। (PTI)
2/5১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় জয়ের জন্য প্রয়োজন ৯২ আসন। গত নির্বাচনে বিজেপি পেয়েছিল মাত্র ৯৯টি আসন। তবে এবার বিজেপি ১৫০-রও বেশি আসনে এগিয়ে থেকে একতরফা জয়লাভ করল গেরুয়া শিবির। দীর্ঘ ২৭ বছরে এত ভোট বা আসন পায়নি বিজেপি। (PTI)
3/5এতদিন পর্যন্ত গুজরাটে বিজেপি-র সর্বাধিক আসন সংখ্যা ছিল ১২৭, ২০০২ সালে গুজরাট দাঙ্গার ঠিক পরই অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ১২৭টি আসনে জিতে সরকার গড়েছিলেন নরেন্দ্র মোদী। আজ বিজেপির সেই রেকর্ডও ভাঙল। (PTI)
4/5এদিকে বিগত ২৭ বছর ধরে বিজেপি সরকারে রয়েছে গুজরাটে। এই নির্বাচনে জয়ের ফলে গুজরাটে ৩২ বছর ধরে ক্ষমতায় থাকা নিশ্চিত করেছে বিজেপি। ভারতে একটানা ৩৪ বছর সরকার চালানোর রেকর্ড ছিল বাংলায় বামেদের। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনেও যদি বিজেপি জিততে পারে, তাহলে বাংলার রেকর্ড ভেঙে দিতে পারবে গুজরাট। (PTI)
5/5এদিকে এবারের নির্বাচনে গুজরাটে ২০-রও কম আসনে এগিয়ে কংগ্রেস। আম আদমি পার্টি ডবল ফিগার ছুঁতে পারেনি। এবারের নির্বাচনে বিজেপি-র প্রাপ্ত ভোট ৫৫ শতাংশ। কংগ্রেসের ভোট কমে গিয়ে হল ২৭ শতাংশ। আপ পেয়েছে ১৩.৩ শতাংশ ভোট। (PTI)