TMC Minister's remark on DA Protest: ডিএ আন্দোলনকারীদের জিভ ছেঁড়ার নিদান, পালটা 'হিসেব' মেটানোর হুঁশিয়ারি মন্ত্রীকে
Updated: 07 May 2023, 12:57 PM ISTডিএ আন্দোলনকারীদের জিভ টেনে ছিঁড়ে দেওয়ার নিদান দিয়েছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এর জবাবে এবার পালটা তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'জনতা ঠিক এর হিসেব মিটিয়ে দেবে।' পাশাপাশি তিনি বলেন, 'সময় আসছে...'
এদিকে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গতকাল বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসাকারীদের জিভ টেনে ছিঁড়ে দিন। এটাই হবে আগামী দিনের আন্দোলনের রূপরেখা। আসি-যাই মাইনে পাই চলবে না।' উল্লেখ্য, এর আগেও একাধিকবার শাসকদলের নেতা-মন্ত্রীদের ডিএ আন্দোলনে অংশ নেওয়া সরকারি কর্মীদের বিরুদ্ধে বেফাঁশ মন্তব্য করতে শোনা গিয়েছে।