Black Money in Foreign Accounts: বিদেশ থেকে ৮,৪৬৮ কোটি টাকার অঘোষিত আমানত ফেরত আনা হয়েছে ভারতে। তার পাশাপাশি ১,২৯৪ কোটি টাকা জরিমানা হিসাবে সংগ্রহ করা হয়েছে।
1/5গত ৩১ মে পর্যন্ত বিদেশ থেকে ৮,৪৬৮ কোটি টাকা ফেরত আনা হয়েছে ভারতে। তার পাশাপাশি ১,২৯৪ কোটি টাকা জরিমানা হিসাবে সংগ্রহ করা হয়েছে। সোমবার লোকসভায় এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। প্রতীকী ছবি: রয়টার্স (Reuters)
2/5কালো টাকা আইনের অধীনে ৩৬৮টি মামলা মূল্যায়ন করে অর্থ মন্ত্রক ১৪,৮২০ কোটি টাকার কর দাবি করেছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/5কংগ্রেস সাংসদ দীপক বাইজ এবং সুরেশ নারায়ণ ধানোরকর গত পাঁচ বছরে বিদেশি ব্যাঙ্কে জমা করা টাকা ফিরিয়ে আনার জন্য কেন্দ্র কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছিলেন। তার উত্তরেই এই তথ্য দিয়েছে কেন্দ্র। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই) (Reuters)
4/5প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, সুইস ব্যাঙ্কে ভারতীয় নাগরিক এবং সংস্থাগুলির জমা করা অর্থের বিষয়ে কেন্দ্রের কাছে কোনও সরকারি এস্টিমেট নেই। (ছবি সৌজন্যে এএনআই) (Reuters)
5/5তিনি মিডিয়া রিপোর্টের উল্লেখ করে বলেন, সুইস ব্যাঙ্কগুলিতে ভারতীয়দের দ্বারা ২০২০ সালের তুলনায় ২০২১ সালে জমা করা তহবিলের অঙ্ক বৃদ্ধি পেয়েছে। ফাইল ছবি: এএনআই (Reuters)