URL কী? ইউনিফর্ম রিসোর্স লোকেটার (ইউআরএল) ইন্টারনেটে ওয়েবপেজ, অ্যাপ ইত্যাদির ঠিকানা বলা যেতে পারে।
1/7চলতি বছরের ৭ মার্চ পর্যন্ত ১ হাজারেরও বেশি URL ব্যান করেছে কেন্দ্র সরকার। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick Majumdar/HT Bangla)
2/7তথ্য প্রযুক্তি (আইটি) সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে এই তথ্য দিয়েছে কেন্দ্র। প্রতীকী ছবি: এপি (Soumick Majumdar/HT Bangla)
3/7URL কী? ইউনিফর্ম রিসোর্স লোকেটার (ইউআরএল) ইন্টারনেটে ওয়েবপেজ, অ্যাপ ইত্যাদির ঠিকানা বলা যেতে পারে। প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস (Soumick Majumdar/HT Bangla)
4/7কনটেন্ট অপসারণের কাজ একজন মনোনীত আধিকারিকের নির্দেশে করা হয়। তথ্য প্রযুক্তি আইন ২০০০-এর 69A ধারার অধীনে একটি আন্তঃমন্ত্রক কমিটি সিদ্ধান্তের পর্যালোচনা করে। প্রতীকী ছবি: এএনআই (Soumick Majumdar/HT Bangla)
5/7'ডিজিটাল মিডিয়া ব্যবহারকারীদের স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং নিয়ন্ত্রণের অভাব রয়েছে। নিরাপদ এবং বিশ্বস্ত ইন্টারনেট নিশ্চিত করার লক্ষ্য উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে, তথ্য প্রযুক্তি মন্ত্রক নয়া নির্দেশিকা দিয়েছে। ২৫ ফেব্রুয়ারী, ২০২১ তারিখে IT আইনের অধীনে এই নিয়ম প্রকাশিত হয়,' জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। প্রতীকী ছবি: আইস্টক (Soumick Majumdar/HT Bangla)
6/7এই নিয়ম অনুযায়ী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ৩৬ ঘণ্টার মধ্যে সজাগ হতে হবে। যে কোনও বেআইনি বিষয়বস্তু সরিয়ে ফেলতে হবে। তবে, যৌন ক্রিয়াকলাপ, নগ্নতা বা মর্ফড চিত্রের ক্ষেত্রে, সেটি ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। প্রতীকী ছবি: এএফপি (Soumick Majumdar/HT Bangla)
7/7২০২০ সালে, ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর ভারত ও চিনের মধ্যে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। সেই বছরেই সর্বোচ্চ 'টেক ডাউন অর্ডার' এসেছিল। বাতিল হয় টিকটকের মতো ৫০টিরও বেশি চিনা অ্যাপ ও ইউআরএল। ফাইল ছবি: এএনআই (Soumick Majumdar/HT Bangla)