Cannes Film Festival: কানের লাল কার্পেটে এবার হাজির অদিতি রাও হায়দারি। কেমন পোশাকে সাজলেন তিনি। দেখে নিন।
1/6অদিতি রাও হায়দারি পৌঁছোলেন কান চলচ্চিত্র উৎসবে। সেখান থেকে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নীল গাউন পরা ছবির সিরিজ পোস্ট করলেন। তাঁর অনুরাগী এবং ‘প্রেমিক’ সিদ্ধার্থ এই ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ। (Instagram/@aditiraohydari)
2/6কানে এটি অদিতির দ্বিতীয় বার আসা এবং নিশ্চিতভাবেই তার জন্য দারুণ ভাবে সেজেছেন এই অভিনেত্রী। স্টাইলিশ চেহারায় রেড কার্পেটে তিনি মাথা ঘুরিয়ে দিচ্ছেন অনেকেরই। (Instagram/@aditiraohydari)
3/6অদিতি রাও হায়দারি এদিন একটি নীল রঙের স্ট্র্যাপলেস গাউন পরেছিলেন। এটি অস্কার দে লা রেন্টার। এটিই ছিল আলোচনার কেন্দ্রে। (Instagram/@aditiraohydari)
4/6অদিতি রাও হায়দারি তাঁর পোশাক নির্বাচনের ক্ষেত্রে চিরকালই নতুনত্বকে গুরুত্ব দেন। তিনি এমন পোশাকই বাছেন, যা তাঁর হয়ে সব কথা বলে দেয়। পাশাপাশি তিনি কোনও দিনই খুব বেশি গয়না পছন্দ করেন না। এক্ষেত্রেও তিনি হালকা গহনা বেছে নেন। কাফযুক্ত হীরার কানের দুল তাঁর চেহারাকে এক ধরনের সম্পূর্ণতা দিয়েছে। (Instagram/@aditiraohydari)
5/6অদিতি রাও হায়দারির এই লুকটি বানাতে সাহায্য করেছেন স্টাইলিস্ট সানম রতনসী। এটিও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। (Instagram/@aditiraohydari)
6/6একটি পোস্টে অদিতি রাও হায়দারি লিখেছেন, ‘আবার দেখা পেয়ে ভালো লাগলো কান’। এর সঙ্গে #walkyourworth #cannes2023 হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন তিনি। (Instagram/@aditiraohydari)