‘যমুনা’র ঢাক বাজানো আর দেখা যাবে না। বোধিসত্ত্বর আগমনে ফের অবিচার হল তুবড়ির সঙ্গে। ক্ষোভে ফুঁসছে ভক্তরা।
1/6‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ আসছে। দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে জি বাংলা। তারপর থেকেই তুমুল শোরগোল সোশ্যাল মিডিয়ায়। কারণ ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’র আগমনে ফের একবার স্লটহারা ‘উড়ন তুবড়ি’। তিন মাসের মধ্যেই দু-বার স্লট বদলে গেল এই সিরিয়ালের। (ছবি-জি ফাইভ)
2/6শ্বেতা ভট্টাচার্য ও রুবেল অভিনীত ‘যমুনা ঢাকি’ শেষ হওয়ার জল্পনা গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু অবশেষে বিদায় ঘন্টা বেজে গিয়েছে। শ্যুটিং পর্ব শেষ, আগামী ১লা জুলাই শেষ সম্প্রচার যমুনার।
3/6এতোদিন রাত ১০.৩০টায় জি বাংলায় সম্প্রচারিত হত ‘যমুনা ঢাকি’। আগামী ৪ঠা জুলাই থেকে ওই স্লটে পাঠিয়ে দেওয়া হল ‘উড়ন তুবড়ি’কে। রাত ১০টায় স্লট লিডার হলেও জায়গা ছেড়ে দিল হল তুবড়িকে। নেটিজেনদের কথায়, ‘বেচারির ভাগ্যটাই খারাপ’।
4/6একদম অন্য ধাঁচের সিরিয়াল ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। রাত ১০টার স্লটে এবার থেকে ‘গঙ্গারাম’কে টেক্কা দেবে জি বাংলার এই নতুন শো। রাতের স্লটে বদল এলেও বাকি সিরিয়ালগুলির সময় আপতত একই থাকছে।
5/6গত কয়েক মাসে জি বাংলায় শুরু হয়েছে একের পর এক নয়া মেগা। ‘খেলনা বাড়ি’,'লালকুঠি', ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’,'গৌরী এলো'-র মতো ধারাবাহিকের বয়স এখনও খুব বেশি নয়। উমা, পিলুদের কাহিনিও অল্প কয়েকদিন ধরেই দেখছে দর্শক।
6/6যমুনা ঢাকি শেষ হওয়ায় এখন জি বাংলার সবচেয়ে পুরোনো শো ‘মিঠাই’। ২০২১ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিকের পথ চলা। দিন কয়েক আগেই ৫০০ পর্ব অতিক্রম করেছে মিঠাই।