স্পাইসজেটের ৯০ জন পাইলটকে বোয়িং 737 ম্যাক্স বিমান নিয়ে বিশেষ প্রশিক্ষণ নিতে হবে। তা না হওয়া পর্যন্ত, তাঁদের বিমানটি চালাতে নিষেধ করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)।
1/8'৯০ জন পাইলটকে বোয়িং 737 ম্যাক্স ওড়াতে নিষেধ করা হয়েছে। DGCA-এর স্যাটিসফেকশনের জন্য তাঁদের আবার প্রশিক্ষণ নিতে হবে,' বলেন DGCA-এর ডিরেক্টর জেনারেল অরুণ কুমার৷ (ছবি সৌজন্যে রয়টার্স) (HT_PRINT)
2/8তিনি আরও বলেন, 'যাঁদের জন্য তাঁদের এই প্রশিক্ষণটি বাদ গিয়েছিল, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।' পাইলটদের পুনরায় সঠিক পদ্ধতিতে ম্যাক্স সিমুলেটরে প্রশিক্ষণ নিতে হবে। (প্রতীকী ছবি, সৌজন্য ফেসবুক) (HT_PRINT)
3/8স্পাইসজেটের একজন মুখপাত্র বলেন, ডিজিসি-এর নির্দেশিকা মানা হবে। তবে এর ফলে এয়ারলাইনটির কার্যক্রমে কোনও প্রভাব পড়বে না। (প্রতীকী ছবি: হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)
4/8'এই বিধিনিষেধের ফলে নিয়মিত উড়ান প্রভাবিত হবে না। স্পাইসজেট বর্তমানে বোয়িং 737 ম্যাক্স বিমান ব্যবহার করে। এই ১১টি বিমান চালনার জন্য প্রায় ১৪৪ জন পাইলটের প্রয়োজন। তাঁদের কাছে ৬৫০ জন প্রশিক্ষিত পাইলট রয়েছেন। তার মধ্যে, ৫৬০ জন এখনও কাজ করতে পারবেন,' জানিয়েছে স্পাইসজেট। (প্রতীকী ছবি: এএফপি) (HT_PRINT)
5/8গত মাসে চিনা এয়ারলাইন দ্বারা পরিচালিত একটি 737- 800 বিমান দক্ষিণ চিনের পাহাড়ে বিধ্বস্ত হয়। ঘটনায় ১৩২ জন প্রাণ হারান। তারপরেই ডিজিসিএ ভারতীয় এয়ারলাইন্স দ্বারা পরিচালিত বোয়িং 737 বিমানের ফ্লিটে নজরদারি বৃদ্ধি করে। (প্রতীকী ছবি: ব্লুমবার্গ) (HT_PRINT)
6/8তার আগে, আদ্দিস আবাবার কাছে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং 737 ম্যাক্স বিধ্বস্ত হয়। তার তিন দিন পর, ১৩ মার্চ ২০১৯-এ ভারতে বোয়িং 737 ম্যাক্স বিমানের উড়ান সাময়িকভাবে বন্ধ রেখেছিল DGCA। (প্রতীকী ছবি: পিটিআই) (HT_PRINT)
7/8মার্কিন ভিত্তিক বিমান নির্মাতা বোয়িং-এর বিমানে প্রয়োজনীয় সফ্টওয়্যার সংশোধন নিয়ে সবুজ সংকেত আসার পর গত বছরের অগস্টে এই বিমানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সেই সময়ে নিষেধাজ্ঞা তোলার পেছনে ডিজিসিএ-এর শর্তাবলীর মধ্যে সিমুলেটরে যথাযথ পাইলট প্রশিক্ষণও ছিল। (প্রতীকী ছবি: এপি) (HT_PRINT)
8/8স্পাইসজেট, ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মতো ভারতীয় বিমান সংস্থাগুলির ফ্লিটে বোয়িং 737 বিমান রয়েছে। ভিস্তারার প্রায় পাঁচটি বোয়িং 737-800NG বিমান ছিল। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ২৪টি বোয়িং 737-800NG বিমান রয়েছে৷ বিগ বুল রাকেশ ঝুনঝুনওয়ালার আকাশা এয়ারলাইন্সেরও এই বিমান থাকবে। (প্রতীকী ছবি: রয়টার্স) (HT_PRINT)