শুরু হয়ে গেল আরও একটা বছর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বছরের প্রথম মাস তথা বৈশাখ মাসটা কয়েকটি রাশির জাতকদের জন্য অত্যন্ত ভালো কাটবে।
1/4ইতিমধ্যে রাশি পরিবর্তন করেছেন গ্রহের রাজা সূর্য। বৃহস্পতিবার মেষ রাশিতে প্রবেশ করেছেন। তার ফলে বৈশাখে সময় ভালো কাটবে কয়েকটি রাশির জাতকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে গেটি ইমেজস)
2/4মিথুন- মিথুন রাশির জাতকদের আয় বাড়বে। লাভের মুখ দেখবেন মিথুন রাশির জাতকরা। আর্থিক অবস্থা ভালো হবে। ব্যবসায়ীদের হাতে আচমকা অর্থ আসবে। এই সময় যে কাজই করবেন, তাতে সাফল্য লাভ করবেন। মিথুন রাশির অধিপতি হলেন বুধদেব। বুধ এবং সূর্যের মধ্যে মিত্রতা আছে। তাই মিথুন রাশির জাতকদের জন্য সূর্যের গোচর লাভজনক হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3/4কর্কট- এই সময় কর্কট রাশির জাতকরা চাকরির প্রস্তাব পেতে পারেন। যে কর্কট রাশির জাতকরা চাকরি করেন, তাঁদের উন্নতি হবে। সূর্যের প্রভাবে কার্যশৈলীতে উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের হাতে অর্থ আসতে পারে। গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। কর্কট রাশির অধিপতি হলেন চন্দ্র। সূর্য এবং চন্দ্রের মধ্যে মিত্রতা আছে। সেজন্য কর্কট রাশির জাতকদের জন্য সূর্যের গোচর শুভ হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/4মীন- এই সময় মীন রাশির জাতকদের হাতে আচমকা টাকা আসবে। এই সময় আপনার আর্থিক অবস্থা মজবুত হবে। নয়া চাকরির প্রস্তাব লাভ পেতে পারেন। চাকরিতে বদলি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)