এক সময় একে-অপরকে দেখলেই জড়িয়ে ধরতেন… এখন মুখ ঘুরিয়ে নেওয়াই বেশি পছন্দ তাঁদের!
1/6প্রেমের কারণে সম্পর্ক ভাঙার কথা যে কতখানি খাঁটি তা বারবার প্রমাণ করেছে বলিউড। কখনও নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে তো কখনও আবার অপরের ভালোবাসার মানুষকে পছন্দ না হওয়ার কারণে ‘বন্ধুত্ব’ ভেঙেছে বলিউডে। চলুন চট করে কিছু Friends Turn Into Enemies-র সঙ্গে আলাপ করে নেওয়া যাক।
2/6নিজের কেরিয়ারে সলমন খানের গুরুত্ব নিয়ে বারবার কথা বলেন অর্জুন কাপুর। বয়সে পার্থক্য থাকলেও বন্ধুত্ব, দাদা-ভাইয়ের সম্পর্ক ছিল তাঁদের মধ্যে। কিন্তু মালাইকা আরোরা-র সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্কের খবর সামনে আসার পর থেকেই দূরত্ব বাড়ে। ভাই আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকা-কে অর্জুনের প্রেমিকা হিসেবে নাকি এখনও মেনে নিতে পারেননি সলমন। তাই দূরত্ব এসেছে সলমন আর অর্জুনের সম্পর্কে।
3/6বলিউডে শাহরুখ খান আর প্রিয়াঙ্কা চোপড়ার ‘বিশেষ বন্ধুত্ব’ একসময় ছিল টক অফ দ্য টাউন। একে-অপরের সঙ্গে বেশ খোলামেলাভাবেই মিশতেন তাঁরা। তবে, তখনই মিডিয়ায় রটে যায় শাহরুখ আর প্রিয়াঙ্কা নাকি চুটিয়ে প্রেম করছেন। তারপরই সিনে এন্ট্রি নেন গৌরি খান। শাহরুখ আর প্রিয়াঙ্কার একসঙ্গে অভিনয় থেকে শুরু করে কোনও অনুষ্ঠানে একসঙ্গে হাজির থাকা-- বিধিনিষেধ আরোপ হয় সবেতেই। এখন ভুলেও দু'জন একে-অপরের নাম মুখে নেন না!
4/6বেস্ট ফ্রেন্ড না হলেও বহুবার একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন দীপিকা পাড়ুকোন ও অনুষ্কা শর্মা। কিন্তু এখন, একে-অপরকে এরিয়ে চলেন বলিউডের টপে থাকা দুই অভিনেত্রী। কারণটা হল রণবীর সিং। অনুষ্কা আর রণবীর সিং-এর সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ ঘটেছিল দীপিকার। আর যার ফলে মানসিকভাবে আঘাত পেয়েছিলেন অনুষ্কা। দু'জনেই বিয়ে করে সুখে সংসার করছেন। কিন্তু একসঙ্গে আর দেখা দেন না। এমনকী, অনুষ্কার রিসেপশনে গোটা বলিউড হাজির থাকলেও আসেননি দীপিকা।
5/6আলিয়া ভাট আর ক্যাটরিনা কাইফ কিন্তু একসময় ছিলেন আক্ষরিক অর্থে BBF। জিম থেকে গেট টুগেদার, যে কোনও অ্যাওয়ার্ড শো-তে হাজির হতেন একসঙ্গে। বসতেন পাশাপাশি। এই বন্ধুত্ব ভাঙার পিছনেও আছেন রণবীর। যদিও সিং নয়, কাপুর! ক্যাটরিনার সঙ্গে ব্রেকআপের পর আলিয়ার প্রেমে পড়েন রণবীর! আর তারপর থেকেই বাড়ে দূরত্ব।
6/6রানি মুখোপাধ্যায় আর ঐশ্বর্য রাইয়ের মুখ দেখাদেখি বন্ধের পিছনে আছেন অভিষেক বচ্চন। শোনা যায়, ‘বান্টি আর বাবলি’র সেটে কাজরা রে গানের শ্যুটের সময় ঐশ্বর্যর সঙ্গে ধীরে ধীরে বন্ধুত্ব শুরু হয় অভিষেকের। কিন্তু, তাঁর আগে থেকেই নাকি ওই ছবির হিরোইন রানি আর অভিষেকের মধ্যে একটা ঘনিষ্ঠতা ছিল। যদিও এই নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি কখনোই। কিন্তু একে-অপরকে এরিয়ে যেতেই তাঁরা পছন্দ করেন।