'আজ এখানে বাবর এসেছে। আজ ফের একবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। রাম মন্দির ভাঙবে, কিন্তু বাবর মনে রাখবেন মন্দির আবারও তৈরি হবে, জয় শ্রী রাম। জয় শ্রী রাম….’
1/9নিজের মনের কথা প্রকাশ করা থেকে কোনওদিনই পিছিয়ে থাকেন না কঙ্গনা। বলিউডের মাদকযোগ নিয়ে মুখ খুলে সম্প্রতি বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কঙ্গনা। শিবসেনার সঙ্গে কঙ্গনার দ্বন্দ্বের মাঝেই কঙ্গনার অফিস ভাঙার কাজ শুরু করল বিএমসি।
2/9আজই মুম্বই ফিরছেন কঙ্গনা। তবে মায়ানগরীতে কঙ্গনার পা রাখবার আগেই তাঁর অফিস ভেঙে দিল বিএমসি। কেন্দ্রীয় সরকারের সুরক্ষার মাঝেই শহরে ফিরছেন কঙ্গনা। আজ চণ্ডীগড় থেকে বিমানপথে মুম্বই আসবেন অভিনেত্রী।
3/9মুম্বইয়ের পালি হিলসে অবস্থিত কঙ্গনার প্রযোজনা সংস্থা মনিকর্ণিকা ফিল্মসের অফিস। গতকালই এই নির্মাণে বেশ কিছু কাঠামোগত ত্রুটি খুঁজে পেয়েছিল বিএমসি। অফিসের গেটে লাগানো হয়েছিল নোটিশ। ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল অভিনেত্রীকে। জবাবে সন্তুষ্ট নয় বিএমসি। তাই আজই ভেঙে ফেলা হচ্ছে বিএমসির তরফে দাবি করা সেই বেআইনি নির্মান।
4/9বিএমসির এই পদক্ষেপ নিয়েও টুইটারে কড়া বার্তা কঙ্গনার। তিনি লেখেন, ‘মনিকর্ণিকা ফিল্মসে প্রথম ছবি অপরাজিতা অযোধ্যা হিসাবে ঘোষিত হয়েছে, এটা আমার জন্য একটা মন্দির, কোনও নির্মাণ নয়। আজ এখানে বাবর এসেছে। আজ ফের একবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। রাম মন্দির ভাঙবে, কিন্তু বাবর মনে রাখবেন মন্দির আবারও তৈরি হবে, জয় শ্রী রাম। জয় শ্রী রাম….’
5/9 চলছে কঙ্গনার অফিস গুঁড়িয়ে দেওয়ার কাজ। এই ছবি টুইট করে কঙ্গনা লেখেন, আমি ভুল ছিলাম না। এবং আমার শত্রুরা আবারও প্রমাণ করে দিল সেটা। এই কারণে আমার মুম্বই এখন পাক অধিকৃত কাশ্মীর হয়ে গেছে। (ছবি-টুইটার)
6/9কঙ্গনা এই ছবি টুইট করে লেখেন, বাবর এবং তাঁর সেনাবাহিনী। (ছবি-টুইটার)
7/9মঙ্গলবার মনিকর্ণিকা ফিল্মের অফিসে 'স্টপ ওয়ার্ক' অর্থাত্ ‘কাজ বন্ধের’ নির্দেশ দেওয়া হয়েছিল বিএমসির তরফে। মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের আওতায় ৩৫৪/এ সেকশন অনুসারে এদিন তিন পাতার নোটিশ আটকানো হল কঙ্গনার অফিসের গেটে।
8/9এই নোটিশে ৮-১০ পয়েন্ট উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয় এই নির্মাণ কাজে বেশ কিছু কাঠামোগত নিয়ম লঙ্ঘন করা হয়েছে। সেইগুলিই মেনেই এদিন অফিস ভাঙার কাজ শুরু করল বিএমসি। কঙ্গনার তরফে আইনজীবী জবাব দেন, বিএমসির অভিযোগ ভুয়ো এবং ভিত্তিহীন।
9/9স্টপ ওয়ার্ক নোটিশ প্রসঙ্গে কঙ্গনার আইনজীবী বলেন, ওখানে কোনওরকম কাজ চলছেই না। তবে তাঁর দলিলে কান দিল না বিএমসি। তাদের পালটা দাবি নোটিশ হাতে পাওয়ার পরেও নাকি কাজ চালু রেখেছিলেন নায়িকা। তাই অবিলম্বে ভেঙে ফেলা হচ্ছে এই অফিসের বেআইনি নির্মাণ। (ছবি-ইনস্টগ্রাম)