1/6জানুয়ারিতেই বিয়ে করেছেন মৌনি রায়। বিদেশ নয়, বরং ভূস্বর্গকে বেছে নিয়েছেন হানিমুন ডেস্টিনেশন হিসেবে। বরফের মাঝে একের পর এক ছবি পোস্ট করে চলেছেন সোশ্যাল মিডিয়ায়।
2/6তবে এবার যে ছবিটি দিলেন মৌনি তাতে বরফও গলে জল হয়ে যাবে। হটনেসে কাবু করলেন সকলকে। ছবি দেখে চোখ ছানাবড়া অনুরাগীদের। মৌনির হট ফিগারের প্রশংসা যেমন হচ্ছে, তেমনই প্রশ্ন তুলেছেন, ‘এই মেয়ের ঠান্ডা লাগে না?’
3/6দেওয়াল জোড়া কাঁচ। বাইরের দিকে চোখ রাখলেই দেখা যাচ্ছে পাইন বন, চারিদিক ঢেকে আছে বরফে। মাইনাস তাপমাত্রায় মৌনিকে বিকিনি পরে জলকেলি করতে দেখে তাই কিছুটা অবাক নেট-নাগরিকরা। যদিও ‘নগিন’ অভিনেত্রীর রূপে পাগল হয়ে বাহবা জানাতে ভোলেননি।
4/6গত ২৭ জানুয়ারি প্রেমিক দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নামবিয়ারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী মৌনি রায় । প্রথমে মালায়ালি ও পরে বাঙালি রীতি মেনে হয় বিয়ে। গোয়ায় বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা।
5/6বরের সাথে এই ছবিটিই প্রথম শেয়ার করেছিলেন মৌনি সোশ্যাল মিডিয়ায় নিজের হানিমুনের স্পট থেকে।