করোনা আবহে এই বছর মুম্বইতে গণেশ পুজোর জৌলুস কিছুটা হলেও ফিকে। তবে ভক্তিভরে বাপ্পার আরাধণায় খামতি রাখছে না আমচি মুম্বই। বাদ নেই তারকারাও।
1/5করোনা আবহে এই বছর মুম্বইতে গণেশ পুজোর জৌলুস কিছুটা হলেও ফিকে। তবে ভক্তিভরে বাপ্পার আরাধণায় খামতি রাখছে না আমচি মুম্বই। বাদ নেই তারকারাও। (ছবি-ইনস্টাগ্রাম)
2/5বৃহস্পতিবার গণপতিকে ঘরে আনলেন শিল্পা শেট্টি। বাপ্পার আরাধনায় প্রত্যেক বছরই লীন হন শিল্পা। এবছরও বাদ পড়ল না। (ছবি-ইনস্টাগ্রাম)
3/5ভাদ্র মাসে শিব-পার্বতীর দ্বিতীয় পুত্র গণেশের আরাধনায় মেতে উঠে গোটা দেশ। তবে মহারাষ্ট্রেই সবচেয়ে উত্সাহ এবং উদ্দীপনার সঙ্গে পালন করা হয় গণেশ চতুর্থী। (ছবি-ইনস্টাগ্রাম)
4/5মেয়ের জন্মের পর শিল্পার বাড়িতে প্রথম উত্সব। তাই নায়িকার বাড়তি উন্মাদনা রয়েছে এই পুজোকে ঘিরে। (ছবি-ইনস্টাগ্রাম)