আপনার বয়স কি ১৮ হয়ে গিয়েছে? তাহলে এবার আপনিও পাবেন করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ। তবে সেক্ষেত্রে মানতে হবে বিশেষ শর্ত। কবে থেকে চালু হবে, তা জেনে নিন -
1/5১৮ বছর হলেই মিলবে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ। এমনটাই ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। (ছবি়টি প্রতীকী)
2/5কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আপাতত শুধুমাত্র বেসরকারি হাসপাতাল বা বেসরকারি কেন্দ্র থেকে প্রাপ্তবয়স্কদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। (ছবি়টি প্রতীকী)
3/5কবে থেকে শুরু হবে? কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ১০ এপ্রিল (রবিবার) থেকে শুরু হবে সকল প্রাপ্তবয়স্ককে বুস্টার ডোজ প্রদানের কর্মসূচি। (ছবি়টি প্রতীকী)
4/5কারা পাবেন? যাঁরা করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পর ন'মাস কেটে গিয়েছেন, তাঁরা 'প্রিকশন ডোজ' বা বুস্টার ডোজ নিতে পারবেন। (ছবি়টি প্রতীকী)
5/5কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক: সরকারি হাসপাতাল থেকে যেমন করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্যকর্মী, প্রথমসারির করোনা যোদ্ধা ও ষাটোর্ধ্ব নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি চলছে, তা চলবে। (ছবি়টি প্রতীকী)