জনসন সাংবাদিকদের বলেন, 'আমি সবসময়ই এ দেশে প্রতিভাবানদের আসার পক্ষে।'
1/5মুক্ত-বাণিজ্য চুক্তি পেতে মরিয়া ব্রিটেন। আর সেই স্বার্থে Visa নীতি নমনীয় করার ইঙ্গিত দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ফাইল ছবি: রয়টার্স (AP)
2/5জনসন সাংবাদিকদের বলেন, 'আমি সবসময়ই এ দেশে প্রতিভাবানদের আসার পক্ষে।' ফাইল ছবি: এএনআই (AP)
3/5ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করাই এখন ব্রেক্সিট-পরবর্তী অগ্রাধিকার ব্রিটেনের। এখন ইউরোপীয় ইউনিয়নের সাধারণ বাণিজ্য নীতি থেকে মুক্ত ব্রিটেন। এমন পরিস্থিতিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দ্রুত বর্ধনশীল অর্থনীতির সঙ্গে হাত মেলাতে চাইছে ব্রিটেন। ফাইল ছবি: এপি/পিটিআই (AP)
4/5এদিকে ভারতও চায় ব্রিটেনে বসবাস ও কাজের সুযোগ বৃদ্ধি। যে কোনও বাণিজ্য চুক্তি হলে তার মাধ্যমে ভিসা নীতি শিথিল করা এবং ভারতীয় ছাত্র ও পেশাদারদের সে দেশে যাওয়ার জন্য ফি কমানোর উপর জোর দেওয়া হবে। ফাইল ছবি: এএফপি (AP)
5/5ভারত এবং ব্রিটেনের মধ্যে ইতিমধ্যেই শক্তিশালী বাণিজ্য সম্পর্ক রয়েছে। দশ লক্ষেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনে বসবাস করেন। ফাইল ছবি; রয়টার্স (AP)