Bengali Serials: এই প্রথম নয়, অতীতেও কম রেটিং বা আরও অন্যান্য কারণে বন্ধ হয়েছে একাধিক ধারাবাহিক। নজর বুলিয়ে নেওয়া যাক সেই তালিকায়।
1/6মাত্র তিন মাসেই শেষ হচ্ছে 'বৌমা একঘর'। টেলিপাড়ার কানাঘুষো, দর্শক-মনে ছাপ ফেলতে পারছিল না স্টার জলসার ধারাবাহিকটি। একই ভাবে টিআরপি তালিকাতেও প্রভাব ফেলতে ব্যর্থ। অগত্যা শুরু হতে না-হতেই শেষের পথে গল্প। তবে এই প্রথম নয়, অতীতেও কম রেটিং বা আরও অন্যান্য কারণে বন্ধ হয়েছে একাধিক ধারাবাহিক। ঝটপট নজর বুলিয়ে নেওয়া যাক সেই তালিকায়।
2/6রিমলি: গত বছর ফেব্রুয়ারিতে ধারাবাহিকটি শুরু হয়। শেষ হয়ে যায় সেপ্টেম্বরে। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল জন ভট্টাচার্য এবং ইধিকা পালকে। কিন্তু দু'জনের রসায়ন মনে ধরেনি দর্শকের। টিআরপি রেটিংও ছিল কম।
3/6খুকুমণি হোম ডেলিভারি: মাত্র সাত মাস চলে স্টার জলসার এই ধারাবাহিক। অল্প সময়েই সেটি রেটিং চার্টে জায়গা করে নিয়েছিল। দর্শকমহলেও প্রশংসিত হয়েছিল খুকু-বিহান জুটি। তবু সবাইকে অবাক করে আচমকাই ইতি টানা হয় খুকুমণির গল্পে। আপাতত খুকু অর্থাৎ দীপান্বিতা রক্ষিত ব্যস্ত রিয়্যালিটি শো নিয়ে। 'বিহান' রাহুল মজুমদারকে দেখা যেতে পারে নতুন ধারাবাহিকে।
4/6সর্বজয়া: বহু বছর পর এই ধারাবাহিকের মাধ্যমেই অভিনয়ে ফেরেন দেবশ্রী রায়। তাঁকে নতুন করে দেখার জন্য দর্শকদের আগ্রহও কিছু কম ছিল না। শুরুর দিকে টিআরপি-র প্রতিযোগিতায় তাক লাগিয়েছিল 'সর্বজয়া'। কিন্তু সময়ের সঙ্গে সেই ছবি বদলায়। রেটিং চার্টে তার নম্বর ক্রমশ কমতে থাকে। মনে করা হয়, সেই কারণেই মাত্র দশ মাসের মাথায় বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি।
5/6কড়ি খেলা: বছর খানেক মতো চলে জি বাংলার এই ধারাবাহিকটি। ছিমছাম গল্পকে শুরু থেকেই মন খুলে নম্বর দিয়েছে দর্শক। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল শ্রীপর্ণা রায় এবং আনন্দ ঘোষকে।পাশাপাশি দেখা গিয়েছিল ত্বরিতা চট্টোপাধ্যায়, তনুকা চট্টোপাধ্যায়কে মতো শিল্পীদের।
6/6দেশের মাটি: স্টার জলসার এই ধারাবাহিক নিয়ে চর্চার শেষ ছিল না। রাজা-মাম্পি, নোয়া-কিয়ানের প্রেম-অপ্রেম আলোচনার রসদ জোগাতো দর্শকদের। এক সময়ে টিআরপি-তেও তাক লাগিয়েছে 'দেশের মাটি'। কিন্তু ধীরে ধীরে নম্বরের দৌড়ে পিছিয়ে পড়ে ধারাবাহিকটি। অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে থাকলেও তার ছাপ পড়েনি রেটিং চার্টে। তাই মাত্র দশ মাসেই ইতি টানা হয় গল্পে।