Bow Bazar Metro Latest Update: ফের বউবাজারে মেট্রোর কাজে বিপত্তি, ঘরে ফেরার ২ দিন যেতে না যেতেই সরতে হল বাসিন্দাদের
Updated: 06 Sep 2024, 10:28 AM ISTউবাজার দুর্গাপিতুরি লেনে মেট্রোর ক্রসপ্যাসেজ নির্মাণের সময় এই সমস্যা দেখা দিয়েছে। এই কাজের জন্যে এমিতেই অগস্টের ২৬ তারিখ থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তবে স্থানীয়দের বক্তব্য, মেট্রোর কাজের জন্য বৃহস্পতিবার মাঝরাতে তাঁদের হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
পরবর্তী ফটো গ্যালারি