২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশ করা হবে বলে আভাস মিলল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ এই নিয়ে মুখ খুললেন সংবাদমাধ্যমের সামনে। এদিকে জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদও এ নিয়ে একটি নির্দেশিকা জারি করতে চলেছে।
1/6এর আগে গতকালই হিন্দুস্তান টাইমসের প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছিল, এই সপ্তাহের শেষ বা আগামী সপ্তাহের শুরুতে প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর আদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গলাতেও শোনা গেল সেই একই সুর। তাহলে ঠিক কবে নাগাদ প্রকাশিত হতে চলেছে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল? (PTI)
2/6এর আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, তিনটি দিন নিয়ে আপাতত ভাবনাচিন্তা চলছে। সেই সংক্রান্ত প্রস্তাবও পাঠানো হয়েছে। তাতে অনুমোদন মিললেই সরকারি ভাবে জানিয়ে দেওয়া হবে যে কবে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। জানা গিয়েছে, সম্ভাব্য দিনগুলি হল - ১৫ মে, ১৬ মে বা ১৭ মে। শিক্ষা দফতরের ছাড়পত্রের জন্য অপেক্ষা করা হচ্ছে। এরই মধ্যে আজ শিক্ষামন্ত্রী বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ নিয়ে। (PTI)
3/6আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। দু’এক দিনের মধ্যেই মাধ্যমিকের ফলাফলের দিনক্ষণ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করতে চলেছে পর্ষদ। প্রসঙ্গত, এর আগেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, মে মাসেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। (PTI)
4/6এদিকে হিন্দুস্তান টাইমস বাংলার ৮ মে-র রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহের শেষে, ১২ মে মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। তা না হলে আগামী সপ্তাহের শুরুতে দিকেই মাধ্যমিকের ফলাফল ঘোষণা করে দিতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। রেজাল্টের চূড়ান্ত দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করে দেওয়া হবে বলে পর্ষদ সূত্রে খবর। (PTI)
5/6চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। ২০২৩ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪। গত বছরের তুলনায় এই বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৩৬ শতাংশ। মাধ্যমিকের পরীক্ষার খাতা চেক করার দায়িত্বে রয়েছেন ১১৫৩ জন প্রধান পরীক্ষক এবং প্রায় ৪১ হাজার পরীক্ষক। (PTI)
6/6এর আগে গতবছর পরীক্ষা শেষের ৭৯ দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল। তবে এবার ইঙ্গিত দেওয়া হয়েছিল যে আগেই প্রকাশ করা হবে মাধ্যমিকের ফল। যদি চলতি সপ্তাহেই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়ে যায়, তাহলে ৭০ দিনের কমেই রেজাল্ট হাতে পেয়ে যাবে পড়ুয়ারা। পরের সপ্তাহে রেজাল্ট প্রকাশিত হলেও গতবারের থেকে কম সময়েই মাধ্যমিকের ফলাফল ঘোষণা করে দেবে পর্ষদ। (PTI)