দেশে ৩০ দিন ভ্যালিডিটির সবচেয়ে সস্তা প্রিপেড প্ল্যানটি এনেছে বিএসএনএল। ৩০ দিন মেয়াদের আরও বেশ কয়েকটি প্ল্যান রয়েছে বিএলএনএল-এর। একনজরে দেখে নিন সেগুলির বিশদ…
1/4১৪৭ টাকা খরচ করলে ৩০ দিন ভ্যালিডিটির এই প্ল্যানে আপনি পাবেন যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা। সঙ্গে মিলবে ১০ জিবি ডেটা। বিনামূল্যে বিএসএনএল টিউনস পরিষেবাও পাবেন এই প্ল্যানে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
2/4২৪৭ টাকা খরচ করলে ৩০ দিন ভ্যালিডিটির এই প্ল্যানে আপনি পাবেন যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা। সঙ্গে মিলবে ৫০ জিবি ডেটা। তাছাড়া দৈনিক ১০০টি এসএমসও করা যাবে। বিনামূল্যে বিএসএনএল টিউনস পরিষেবা ও ইরস নাও পরিষেবা পাবেন এই প্ল্যানে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
3/4২৯৯ টাকার এই প্ল্যানেরও ভ্যালিডিটি ৩০ দিন। এতে প্রতিদিন ৩জিবি করে ডেটা মিলবে। ৩ জিবি ডেটা শেষ হলে ৮০ কেবিপিএস স্পিডে চলবে ইন্টারনেট। আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাওয়া যাবে। দৈনিক ১০০টি এসএমএস মিসবে এতে।
4/4১৬ টাকায় ৩০ দিনের বৈধ প্ল্যান নিলে প্রতি মিনিটে ফোনের জন্য ২০ পয়সা করে কাটবে। কোনও সিম চালু রাখার জন্য এটা উপযুক্ত রিচার্জ প্ল্যান। ফাইল ছবি : বিএসএনএল