1/5সম্প্রতি প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে Airtel, Vi এবং Jio । ফলে সস্তার প্ল্যানের লোভে BSNL-এর খোঁজ নিচ্ছেন অনেকেই। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla / Soumick Majumdar)
2/5অবিশ্বাস্য রেটের 4G ডেটা প্ল্যান রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থার। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla / Soumick Majumdar)
3/5BSNL-এর ৩৯৮ টাকার প্ল্যান : এই প্ল্যানে পাবেন সম্পূর্ণ আনলিমিটেড ডেটা। মেয়াদ ৩০ দিন। অর্থাত্ ১ মাস ধরে যত খুশি নেট চালান। সেই সঙ্গে পাবেন আনলিমিটেড কল এবং রোজ ১০০টি SMS-ও। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
4/5BSNL-এর ৪৪৭ টাকার প্ল্যান : এই প্ল্যানে পাবেন সম্পূর্ণ মোট ১০০ জিবি ডেটা। মেয়াদ ৬০ দিন। সেই সঙ্গে পাবেন আনলিমিটেড কল এবং রোজ ১০০টি SMS-ও। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
5/5যাঁদের অফুরন্ত ডেটা প্রয়োজন, তাঁরা ৩৯৮ টাকার প্ল্যানটি বেছে নিতে পারেন। অন্যদিকে লম্বা মেয়াদই যাঁদের অগ্রাধিকার, তাঁরা ৪৪৭ টাকার প্ল্যানে রিচার্জ করতে পারেন। ফাইল ছবি : বিএসএনএল (BSNL)