BSNL's Revival Package: বিএসএনএলের পুনরুজ্জীবনে ১.৬৪ লাখ কোটি প্যাকেজে অনুমোদন দিল নরেন্দ্র মোদী সরকার। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, নয়া প্যাকেজের ফলে বিএসএনএলে নয়া 'প্রাণের' সঞ্চার হবে। পরিষেবা আরও উন্নত করা যাবে। লোকসানের বোঝা কমবে।
1/4বিএসএনএলের পুনরুজ্জীবনের জন্য ১.৬৪ লাখ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। জানালেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি এবং টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। (গ্রাফিক্স সৌজন্যে সৌমিক মজুমদার)
2/4সংশ্লিষ্ট মহলের বক্তব্য, নয়া প্যাকেজের ফলে বিএসএনএলে নয়া 'প্রাণের' সঞ্চার হবে। পরিষেবা আরও উন্নত করা যাবে। লোকসানের বোঝা কমবে এবং ভারত ব্রডব্যান্ড নিগম লিমিটেডের (বিবিএনএল) সঙ্গে মিশে গিয়ে ফাইবার নেটওয়ার্কের সুবিধা পাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
3/4কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, 'বিএসএনএলের হাতে ছিল যে লিগাসি স্পেকট্রাম ছিল, তা আবারও ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 4G-র নয়া স্পেকট্রাম ফের দেওয়া হবে। পরবর্তী দেড় থেকে দু'বছরে 5G স্পেকট্রাম বণ্টন করা হবে।' (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
4/4চার বছর ধরে বিএসএনএলকে নগদ বাবদ ৪৩,৯৬৪ কোটি টাকা দেওয়া হবে। বাকি ১.২ লাখ টাকা 'নন-ক্যাশ কম্পোনেট' হিসেবে দেবে কেন্দ্রীয় সরকার।। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)