শুটিংয়ের বাইরে কুড়িয়ে পাওয়া প্রায় সমস্ত সময়টুকুই নিজের পরিবারের জন্য বরাদ্দ রেখেছেন অর্জুন রামপাল।এইমুহূর্তে বুদাপেস্টে বান্ধবী গ্যাব্রিয়েলা এবং তাঁদের সন্তান আরিখের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অর্জুন।
1/6বান্ধবী গ্যাব্রিয়েলা এবং তাঁদের দু'বছরের সন্তান আরিখ অর্জুনের অন্তঃপ্রাণ।শুটিংয়ের বাইরে চলে আরিখের সঙ্গে খুনসুটি করেই সময় কাটে তাঁর। প্রায়শই পরিবারের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন অর্জুন। ( ছবি- ইনস্টাগ্রাম)
2/6'সফর কে হয় থা ম্যাঁয়, সফর কে রহা', দু বছরের আরিখকে কাঁধে চাপিয়ে বুদাপেস্ট পায়ে হেঁটে ঘুরছেন অর্জুন। প্রসঙ্গত,আসন্ন ছবি 'ধকড়' এর জন্যেই এই লুক তৈরি করেছেন বলি-তারকা। ছবিতে প্রধান খলনায়কের চরিত্রে দেখা যাবে অর্জুনকে।
3/6হাঁটতে হাঁটতে রাস্তার ধারে মূর্তির নিচে ছায়ায় বিশ্রাম নিচ্ছেন বাবা। খুদে আরিখ আপন খেয়ালে একটু হাত পা ছাড়িয়ে নিচ্ছে। তবে বিশ্রাম নিলেও সানগ্লাসের ফাঁক থেকে ছেলের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন বাবা।
4/6মায়ের কোলে আরিখ। সাদা ক্রপ টপ আর খোলা চুলে মোহময়ী লাগছে অর্জুনের বান্ধবীকে। লেন্সের দিকেই সোজাসুজি তাকিয়ে পোজ দিয়ে রয়েছেন তিনি। ক্যামেরার এপারে যে অর্জুন তা বলাই বাহুল্য। ওদিকে মায়ের কোল থেকে ইতিউতি চাইছেন আরিখ।
5/6রাস্তা দিয়ে এগিয়ে চলেছেন গ্যাব্রিয়েলা। মায়ের কোল থেকে মাথা ঘুরিয়ে পিছনে হেঁটে আসা বাবার দিকে গালভরা হাসি ছুঁড়ে দিচ্ছে খুদে আরিখ। মুহূর্তখানা ক্যামেরায় বন্দি করতে বিন্দুমাত্র হাত কাঁপেনি অর্জুনের।
6/6গাড়ির জন্য অপেক্ষা নাকি সফর মাঝের বিশ্রাম ? বুদাপেস্টের রাস্তার ধরে তখন লাল আলো দেখে থেমে রয়েছে ট্র্যাফিক। তারই মাঝে মায়ের আদর খাচ্ছেন আরিখ। সাদা নীল স্ট্রাইপড টিশার্ট আর বেইজ রঙে শর্টসে আরিখকে লাগছেও ভারি মিষ্টি। ওদিকে ডেনিম ব্লু মিড ওয়েস্ট জিনস, সাদা ক্রপ টপ এবং একঢাল খোলা চুলে পুরোপুরি বোহেমিয়ান লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছন অর্জুনের বান্ধবী।