বাংলা নিউজ > ছবিঘর > Budget 2020: এবার মহাভারতের হস্তিনাপুর উন্নয়নে উদ্যোগী কেন্দ্র

Budget 2020: এবার মহাভারতের হস্তিনাপুর উন্নয়নে উদ্যোগী কেন্দ্র

পর্যটনের স্বার্থে মহাভারত উল্লিখিত হস্তিনাপুর-সহ দেশের আরও চারটি স্থানের উন্নয়নে উদ্যোগী হল কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের হস্তিনাপুর ছাড়াও তালিকায় রয়েছে হরিয়ানার রাখিগড়ি, অসমের শিবসাগর, গুজরাতের ঢোলাভিরা এবং তামিলনাডুর আদিচানাল্লুর। এই পাঁচ পর্যটন ক্ষেত্রেই মিউজিয়াম তৈরি হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।