ধীরে ধীরে আয়করে সমস্ত ছাড় তুলে দেওয়া হবে এবারের বাজেটে সাফ জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে নয়া করনীতির সুযোগ নিতে হলে PPF, LIC, LTA, HRA ও 80C-র আওতায় বিভিন্ন বিনিয়োগের ওপর ছাড় মিলবে না। কিন্তু এখনও কিছু বিনিয়োগের ওপর করছাড় মিলবে। জেনে নিন-
1/5প্রায় ৭০টি কর ছাড় নয়া নিয়মে বিলুপ্ত করা হয়েছে। তবে এখনও আছে ৫০টি খাতে করছাড় পাওয়ার সুযোগ। (REUTERS)
2/5National Pension Scheme (NPS)-এ Employer's Contribution এর ওপর এখনও ছাড় নিলবে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সরকার বেসিক স্যালারি ও ডিয়ারনেস অ্যালোয়েন্সের ওপর যে দশ শতাংশ টাকা NPS -এর টায়ার ওয়ান অ্যাকাউন্টে জমা দেয়, সেই বিনিয়োগের ওপর করছাড় মিলবে। বেসরকারি ক্ষেত্রেও এই সুবিধে মিলবে। (REUTERS)
3/5তবে Employer's contribution NPS, EPS, Gratuity তে যদি বছরে ৭.৫ লক্ষ টাকার বেশি হয়ে যায়, তাহলে সেটার ওপর কর দিতে হবে। (PTI)
4/5রাজস্ব সচিব অজয় ভূষণ পাণ্ডে জানান গ্র্যাচুইটি, পেনশন তোলার ক্ষেত্র, রিটায়ারমেন্টের সময় পেনশন তোলার সময়, Employees Provident Fund Organisation (EPFO)তে টাকা দেওয়ার ক্ষেত্রে ও এনপিএসের ক্ষেত্র বিনিয়োগে করছাড় দেওয়া হবে।
5/5নির্মলা সীতারামন বলেন যে নতুন করহারে খুব বেশি ছাড় নেই, কারণ এতে বেশি সাশ্রয় হবে মানুষের ও কর হিসেব করতেও সুবিধা হবে গ্রাহকদের। (Bloomberg)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.