Budget 2021: স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ল ১৩৭%, একনজরে দেখে নিন বাজেটের বড় ঘোষণা
Updated: 01 Feb 2021, 12:40 PM IST Ayan Das 01 Feb 2021 Budget 2021, Budget 2021 Highlights, Budget Live Updates, Nirmala Sitharaman, বাজেট ২০২১, নির্মলা সীতারামনপরিকাঠামো ক্ষেত্রে যে বাড়তি নজর দেওয়া হবে, তা প্রত্যাশিত ছিল। সেইমতো বিভিন্ন খাতে পরিকাঠামো উন্নয়নে অর্থ সংস্থানের পথ প্রশস্ত করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একইসঙ্গে করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ ১৩৭ শতাংশ বাড়ানো হয়েছে। তবে আমজনতার হাতে নগদের জোগানের বাড়াতে আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন করা হয়নি। যদিও নির্মলার দাবি, পরিকাঠামো ক্ষেত্রে টাকা ঢালার ফলে কর্মসংস্থান তৈরি হবে। তার ফলে মানুষের হাতে টাকা আসবে। সেজন্য একাধিক ঘোষণা করা হয়েছে। একনজরে দেখে নিন এবারের বাজেটের বড় ঘোষণা - (একনজরে দেখে নিন বাজেট সংক্রান্ত যাবতীয় খবর)
পরবর্তী ফটো গ্যালারি