রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন,দেশের প্রতিরক্ষা বিষয়ক রপ্তানি 'ছয় গুণ বেড়েছে…'। তিনি বলেন, এটি নরেন্দ্র মোদী সরকারের ‘উদ্যোগের ফল’।উল্লেখ্য, মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করছেন অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট। বুধবার তিনি পেশ করতে চলেছেন ২০২৩ বাজেট। তার আগে এদিন ঠিল সংসদের যৌথন অধিবেশন। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী তুলে ধরেন নরেন্দ্র মোদী সরকারের অধীনে সাফল্যের নানান খতিয়ান।
1/4২০২৩ বাজেট অধিবেশনের আগে সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন দ্রৌপদী মুর্মু। সেখানে তিনি ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় সরকারের। রাষ্ট্রপতির বক্তব্যে বারবার উঠে আসে,দেশের প্রতিরক্ষা বিষয়ের নানান দিক। তিনি প্রশংসা করেন, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন রপ্তানীর উদ্যোগের। দেখে নেওয়া যাক প্রতিরক্ষা ক্ষেত্রে দ্রৌপদী মুর্মু নিজের বক্তব্যে কী কী বলেছেন? (PTI Photo) (PTI)
2/4রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন,দেশের প্রতিরক্ষা বিষয়ক রপ্তানি 'ছয় গুণ বেড়েছে…'। তিনি বলেন, এটি নরেন্দ্র মোদী সরকারের ‘উদ্যোগের ফল’। বাজেট অধিবেশনের শুরুর আগে সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময় রাষ্ট্রপতি বলেন, ‘আমি খুবই গর্বিত যে, আইএমৃনএস বিক্রান্তের হাত ধরে প্রথম দেশে নির্মিত কেরিয়ার আমাদের দেশের নৌসেনায় অংশ হয়েছে।’উল্লেখ্য, রাষ্ট্রপতি হিসাবে এটিই ছিল তাঁর বাজেট অধিবেশনের যৌথ অধিবেশেন প্রথম ভাষণ। . (PTI Photo) (PTI)
3/4উল্লেখ্য, মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করছেন অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট। বুধবার তিনি পেশ করতে চলেছেন ২০২৩ বাজেট। তার আগে এদিন ঠিল সংসদের যৌথন অধিবেশন। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী তুলে ধরেন নরেন্দ্র মোদী সরকারের অধীনে সাফল্যের নানান খতিয়ান। রাষ্ট্রপতি বলেন, ‘ ভারতের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি পাল্টে গিয়েছে। যে ভারত নিজের বেশিরভাগ সমস্যা সমাধানের জন্য অন্যের ওপর নির্ভর করত, সেই ভারত আজ অন্যদের সমস্যা সমাধানের মাধ্যম হয়েছে।’ (PTI Photo) (PTI)
4/4প্রসঙ্গত, রাষ্ট্রপতির ভাষণে দেশের মাটিতে তৈরি প্রতিরক্ষা সামগ্রী সম্পর্কিত যে ভূয়সী প্রশংসা উঠে আসে, তাতে বারবার মোদী সরকারের উদ্যোগকে তিনি তুলে ধরেন বক্তব্যে। প্রসঙ্গত, ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের মাধ্যমে, অস্ত্র,যুদ্ধ জাহাজ, যুদ্ধবিমান ভারতের মাটিতেই যাতে নির্মাণ করা যায়, তার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। বাজেটের আগে সেই উদ্যোগকে আলাদা করে তুলে ধরেন দ্রৌপদী মুর্মু। (PTI Photo) (PTI)