Budh Margi Lucky Astrology: জ্যোতিষশাস্ত্রে বুধকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। গ্রহের রাজকুমার হিসেবে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। সেই গ্রহ মার্গী হওয়ার ফলে কয়েকটি রাশির জাতকরা লাভবান হবেন। কাদের কাদের ভাগ্য ভালো কাটবে, তা দেখে নিন -
1/4আজ মার্গী হলেন বুধ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ মার্গী হওয়ার অর্থ হল যে গ্রহের রাজকুমার সোজা অবস্থানে চলতে শুরু করেছে। বুধ মার্গী হওয়ার ফলে কয়েকটি রাশির জাতকরা লাভবান হতে চলেছেন। তাঁদের জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
2/4সিংহ রাশি- বুধ গ্রহ মার্গী হওয়ার ফলে সিংহ রাশির জাতকরা লাভবান হবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সিংহ রাশির যে স্থানে বুধ মার্গী হয়েছেন, তার ফলে শিক্ষাগত বিষয়ে লাভবান হবেন ওই রাশির জাতকরা। সিংহ রাশির জাতকরা শুভ খবর পাবেন। কোনও বিনিয়োগ করে থাকলে লাভবান হবেন। আর্থিক দিক থেকে অবস্থা ভালো হবে সিংহ রাশির জাতকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/4ধনু রাশি- বুধ মার্গী হওয়ার ফলে ধনু রাশির জাতকদের অনুকূল সময় শুরু হয়েছে। কর্মক্ষেত্রে অগ্রগতির পথ প্রশস্ত হবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে ধনু রাশির জাতকদের। ভাইবোনের সহযোগিতা লাভ করবেন।
4/4কুম্ভ রাশি- বুধ মার্গী হওয়ার ফলে কুম্ভ রাশির জাতকরা লাভবান হবেন। আর্থিক দিক থেকে লাভবান হবেন কুম্ভ রাশির জাতকরা। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহিত জীবন সুখকর হতে চলেছে। অংশীদারিত্বের কাজে লাভবান হবেন কুম্ভ রাশির জাতকরা। পারিবারিক সম্পর্কে মাধুর্য আসতে চলেছে।