বাংলা নিউজ >
ছবিঘর >
Zodiac Signs with Good Luck: অফিসে মিলবে প্রশংসা, আর্থিক উন্নতি তুঙ্গে! বুধ, শুক্রের গোচরে লাকি রাশি কারা বলছে জ্যোতিষমত
Zodiac Signs with Good Luck: অফিসে মিলবে প্রশংসা, আর্থিক উন্নতি তুঙ্গে! বুধ, শুক্রের গোচরে লাকি রাশি কারা বলছে জ্যোতিষমত
Updated: 20 Jul 2022, 10:32 PM IST
লেখক Sritama Mitra
অগাস্ট মাসে পর পর বহু গ্রহের রাশি পরিবর্তনের যোগ র...
more
অগাস্ট মাসে পর পর বহু গ্রহের রাশি পরিবর্তনের যোগ রয়েছে। ফলে অগাস্টের দ্বিতীয় সপ্তাহ থেকেই একাধিক রাশিতে সুসময় আসতে শুরু করছে। অগাস্ট মাসে বুধ ও শুক্র দুটি গ্রহের রাশি পরিবর্তন রয়েছে। যার প্রভাব বিশেষ করে ৩ রাশিতে পড়বে।
1/9শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস। জ্যোতিষ শাস্ত্র মতে এই মাসে গ্রহদের একাধিক গতিবিধি প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে ১২ রাশিতে। এদিতে, জুলাই মাসের পর অগাস্টে রয়েছে বেশ কয়েকটি রাশির রাশি পরিবর্তন। যার ফলাফল খুবই ইতিবাচক।
2/9অগাস্ট মাসে পর পর ২ টি গ্রহের রাশি পরিবর্তনের যোগ রয়েছে। ফলে অগাস্টের দ্বিতীয় সপ্তাহ থেকেই একাধিক রাশিতে সুসময় আসতে শুরু করছে। অগাস্ট মাসে বুধ ও শুক্র দুটি গ্রহের রাশি পরিবর্তন রয়েছে। যার প্রভাব বিশেষ করে ৩ রাশিতে পড়বে।
3/9৯ অগাস্ট রয়েছে বুধের রাশি পরিবর্তন। বলা হয়, যাঁর কোষ্ঠীতে বুধের আশীর্বাদ রয়েছে তিনি বুদ্ধিমত্তার দিক থেকে বেশ উন্নততর হতে পারেন। বলা হয়, জ্ঞান, বিচারবুদ্ধির দিক থেকে তাঁরাই উন্নত হতে পারেন, যাঁদের উপর বুধের আসীর্বাদ রয়েছে।
4/9এদিকে, বুধ ছাড়াও ১১ অগাস্ট রয়েছে শুক্রেরগোচর। রোম্যান্স থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে শুক্রের প্রভাবে লাভবান হয়ে থাকেন জাতক জাতিকারা। আর সেই নিরিখে ২০২২ সালের ১১ অগাস্টের শুক্রের গোচরের ফলে একাধিক দিক থেকে লাভবান হতে চলেছে বিভিন্ন রাশির জাতক জাতিকারা। (ছবিটি প্রতীকী, দীপক সান্তা/হিন্দুস্তান টাইমস)
5/9১৭ অগাস্ট এরপর রয়েছে সূর্যের গোচর। বলা হয় , রবি বা সূর্যের প্রভাব ভাগ্যের উন্নতি হতে পারে। এতে কেরিয়ারের দিক থেকে লাভবান হন জাতক জাতিকারা। এরপর ২০২২ সালের ২০ অগাস্ট বুধ ফের রাশি পরিবর্তন করবে। এই সমস্ত ঘটনায় লাভবান হবে ৩ টি রাশি। দেখে নেওয়া যাক কোন কোন রাশি অগাস্ট মাসে লাভবান হতে চলেছে।(ছবিটি প্রতীকী)
6/9মিথুন-মিথুন রাশির জাতক জাতিকারা অগাস্ট মাসে গ্রহের গোচরে শুভ পরিাণাম পাবেন। ব্যবসায়ীরা মনের ইচ্ছামত ফল পাবেন। চাকরির সঙ্গে জড়িতদের আয় বৃদ্ধি হবে। সঙ্গে সঙ্গে বাড়বে অফিসে মান সম্মান। আসবে প্রমোশন। পরিবারেরও পরিস্থিতি ভাল থাকবে। বাড়বে মান সম্মান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
7/9তুলা-তুলা রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের পরিস্থিতি আগের থেকে অনেকটাই উন্নততর হবে। আর্থিক উন্নতি এই সময় পাক্কা হবে। অফিসে সমস্ত কাজের প্রশংসা পাবেন। কার্যশৈলীতে আসবে উন্নতি। ধনলাভের যোগ আসতে শুরু করবে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
8/9শুক্র মেষ রাশিতে প্রবেশ করায় কাদের লাভ হতে চলেছে?
9/9(এই আলেখ্যতে দেওয়া তথ্যের ওপর দাবি করা হচ্ছে না। তথ্যের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)