Budh Transits into Libra: আজ রাশি পরিবর্তন বুধ গ্রহের। আজ তুলা রাশিতে প্রবেশ করবেন বুধ। যে গ্রহকে ব্যবসা, বুদ্ধির মতো বিষয়ের কারক গ্রহ বিবেচনা করা হয়। সেই গ্রহের গোচরের ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/6জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ (মঙ্গলবার, ২৬ অক্টোবর) দুপুর ১ টা ৪৭ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবেন বুধ গ্রহ। তারপর আগামী ১৩ নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন গ্রহের রাজকুমার।
2/6মেষ রাশি- বুধ গ্রহের গোচরের ফলে মেষ রাশির জাতকরা লাভবান হবেন। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পিছপা হবেন না। তাতে সাফল্য পাবেন। ঘুরতে যাওয়ার যোগ তৈরি হবে। অর্থ লাভের বিষয়টা সহজ হবে মেষ রাশির জাতকদের।
3/6মিথুন রাশি- মিথুন রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। বুধের রাশি পরিবর্তনের ফলে কেরিয়ারের ক্ষেত্রে সাফল্য লাভ করবেন মিথুন রাশির জাতকরা। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন। মান-সম্মান বাড়বে।
4/6কর্কট রাশি- বুধের গোচরের ফলে কর্কট রাশির জাতকদের জীবনে শান্তি আসবে। সার্বিকভাবে লাভবান হবেন কর্কট রাশির জাতকরা। আয় বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে। যাঁরা চাকরি করছেন, তাঁরা বছরের মধ্যবর্তী সময় লাভবান হবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। পড়ুয়াদের জীবনে সাফল্য আসবে।
5/6সিংহ রাশি- বুধের গোচরের ফলে সিংহ রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন। আত্মীয় এবং প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ভাইবোনের মধ্যে সম্পর্কের উন্নতি হবে। ধর্মের প্রতি রুচি বাড়বে। পারিবারিক জীবন সুখকর হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
6/6ধনু রাশি- বুধের রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির জাতকদের সময় ভালো কাটবে। অর্থ উপার্জনের দারুণ সুযোগ মিলবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কোনও পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে।