Budh Uday 2023 Lucky Horoscope: জ্যোতিষশাস্ত্রে বুধকে গ্রহের রাজকুমার হিসেবে বিবেচনা করা হয়। যে গ্রহ ২০২২ সালের একেবারে শেষলগ্নে অস্ত গিয়েছিলেন। দিনকয়েক পরেই উদিত হতে চলেছেন। তার ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। অপার সাফল্য মিলবে। কাদের কাদের ভাগ্যোদয় হবে, তা দেখে নিন -
1/5গত ৩১ ডিসেম্বর বুধ অস্ত গিয়েছিলেন। ১২ দিনের মতো অস্ত থাকেন বুধ। তারপর ফের উদিত হন। সেভাবেই আগামী ১২ জানুয়ারি উদিত হতে চলেছেন বুধ। যে গ্রহকে জ্যোতিষশাস্ত্রে ব্যবসা, বুদ্ধির মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়।
2/5মিথুন রাশি- বুধ উদিত হওয়ার ফলে মিথুন রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। জীবনে সাফল্যের জোয়ার আসবে। বিভিন্ন ক্ষেত্রে অপার সাফল্য মিলবে। ব্যবসার ক্ষেত্রে লাভবান হবেন মিথুন রাশির জাতকরা। বুধ উদিত হওয়ায় মিথুন রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হবে।
3/5সিংহ রাশি- ২০২৩ সালের দ্বিতীয় সপ্তাহেই বুধ উদিত হওয়ার ফলে সিংহ রাশির জাতকদের অনুকূল সময় শুরু হবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন সিংহ রাশির জাতকরা। পারিবারিক সমস্যা কেটে যাবে। ভাই-বোনের সহযোগিতা মিলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5তুলা রাশি- বুধ উদিত হওয়ার ফলে তুলা রাশির জাতকদের শুভ সময় শুরু হবে। যে কাজই শুরু করবেন, তাতে সাফল্য মিলবে। কেরিয়ারের দিক থেকে এই সময়টা ভালো কাটতে চলেছে। চাকরি ও ব্যবসার জন্য অনুকূল সময় এটা। তুলা রাশির জাতকদের সাহস ও পরাক্রম বাড়বে।
5/5ধনু রাশি- বুধ উদিত হওয়ার ফলে ধনু রাশির জাতকরা লাভবান হবেন। কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। মান-সম্মান বাড়বে। অংশীদারিত্বের কাজে লাভবান হবেন। ব্যবসার ক্ষেত্রে অভাবনীয় সাফল্য মিলবে। অবিবাহিত সিংহ রাশির জাতকরা বিয়ের প্রস্তাব পাবেন।